দীর্ঘদিন ধরে জেলে থাকার কারণে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ২৫ কেজি ওজন কমে গিয়েছে। পড়ে গিয়ে মাথায় চোটও পেয়েছেন তিনি। সবমিলিয়ে তাঁর শারীরিক অবস্থা একেবারেই ভালো নেই। সুতরাং তাঁকে জামিন দেওয়া হোক। বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষ আদালতে এই দাবি করলেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী।এদিন বিশেষ ইডি আদালতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয়। দেখা যায়, মাথায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে তাঁর। বুধবারই পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন বলে দাবি কয়েকদিন আগে মন্ত্রিত্ব চলে যাওয়া বিধায়কের। প্রাক্তন মন্ত্রীর আইনজীবী বিচারককে জানান, ওর একটা কিডনি ৭৮ শতাংশ এবং অন্যটা ২৬ শতাংশ কাজ করে।করোনার সময়ে দুবার হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়েছিল। আইসিইউতে নিয়ে যাওয়া হয়। হাই সুগারের পাশাপাশি ক্রিয়েটিনিনও স্বাভাবিকের থেকে বেশি থাকে সবসময়। তদন্তের স্বার্থে উনি সবরকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত। যে কোনও শর্তে জামিন দেওয়া হোক।যা শুনে বিচারক বলেন, ‘ওর শারীরিক অবস্থা তো অ্যালার্মিং কিছু নয়। পটাশিয়াম, সোডিয়াম ঠিকই রয়েছে।’ যার প্রেক্ষিতে জ্যোতিপ্রিয়র আইনজীবী প্রশ্ন করেন, ‘আমার মক্কেল কি অসুস্থতার ভান করছে বলে আপনার মনে হয়?’ বিচারক পাল্টা বলেন,‘আমি ডাক্তার নই। রিপোর্ট দেখে বলছি।’ইডির আইনজীবী জামিনের বিরোধিতা করে জানান, এত অসুস্থ হলে এসএসকেএম ছেড়ে এলেন কেন? একবার সেখানে ঢুকলে তো আর বেরোন না। তদন্তের স্বার্থে ওকে জেরার প্রয়োজন রয়েছে। দু’পক্ষের বক্তব্য শোনার পরে আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করেছেন বিচারক।