• Kolkata To Varanasi : লং জার্নির ঝক্কি শেষ! মাত্র ৯ ঘণ্টায় কলকাতা টু বারাণসী, কবে চালু এক্সপ্রেসওয়ে?
    এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • এবার সড়কপথে মাত্র ন'ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী পৌঁছনোর সুযোগ। ভাবছেন ১৫ ঘণ্টার জার্নি কী ভাবে এক ধাক্কায় ছ'ঘণ্টা কমে যাবে? খুব শীঘ্রই চালু হতে চলেছে বারাণসী-রাঁচি-কলকাতা এক্সপ্রেসওয়ে। ইতিমধ্যেই এই প্রজেক্টের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।কলকাতা থেকে বারাণসীর দূরত্ব ৬১০ কিলোমিটার। ২৩ ফেব্রুয়ারি বারাণসী-রাঁচি-কলকাতা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করে প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, নয়া এই সড়কের জেরে উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে আরও কাছাকাছি চলে এল। ভবিষ্যতে বারাণসী থেকে কলকাতা যাতায়াত আরও সহজ হবে। তিনি জানান, বর্তমানে যা সময় লাগে তার চেয়ে অর্ধেক সময়ের মধ্যে পৌঁছনো যাবে কলকাতা টু বারাণসী।কবে চালু হবে এই এক্সপ্রেসওয়েআগামী পাঁচ বছরের মধ্যে বারাণসী-রাঁচি-কলকাতা এক্সপ্রেসওয়ে নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। এই প্রজেক্টের জন্য মোট ১ হাজার ৩১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হাইওয়ের জমি অধিগ্রহণের জন্যই এই বরাদ্দের বেশিরভাগ অর্থ খরচ হবে। ছয় লেনের এই এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের বারাণসী থেকে শুরু হয়ে বিহারের চাঁদ, গয়ার ইমামগঞ্জে বিস্তৃত হবে। এই রাস্তাটার দূরত্ব ১৬০ কিলোমিটার। সাসারাম এবং তিলাউথির মাঝে সোন নদীর উপর দিয়ে কাইমুর পাহাড়ি এলাকায় যাওয়ার জন্য পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি টানেলের প্রস্তাব করা হয় প্রশাসনের তরফে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে যা ঔরঙ্গাবাদে প্রবেশ করতে পারবে।সাংস্কৃতিকভাবে দুই উন্নত শহরকে সংযুক্ত করবে এই নতুন এক্সপ্রেসওয়ে। গঙ্গা নদীর পাড়ে অবস্থিত দুই শহরের মধ্যে যোগাযোগ আরও উন্নত করবে এটি। আধ্যাত্মিক ভাবধারা অন্যতম কেন্দ্রবিন্দু গঙ্গার পাড়ে অবস্থিত বারাণসী। অন্যদিকে, কলকাতা বরাবরই ভারতের সাংস্কৃতিক পীঠস্থান হিসেবেই পরিচিত।এক্সপ্রেসওয়ের বৈশৈষ্ট্যবারাণসী-রাঁচি-কলকাতা এক্সপ্রেসওয়েটি ভারত সরকারের ভারতমালা প্রকল্পের অধীনে নির্মাণ করা হচ্ছে। ছয় লেন বিশিষ্ট এই এক্সপ্রেসওয়েটি উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাবে। এই প্রকল্পে ৩৫ হাজার কোটি টাকারও বেশি খরচ করা হচ্ছে। গত বছর নভেম্বর মাস থেকে কাজ শুরু হয়েছে। এক্সপ্রেসওয়েটিতে চারটি বড় এবং ২৮টি ছোট সেতু নির্মাণ হওয়ার কথা। এর জেরে কলকাতা থেকে বারাণসী পৌঁছনোর দূরত্ব কার্যত অর্ধেক হয়ে যাবে। ১৫ ঘণ্টার দীর্ঘ জার্নি ছয় ঘণ্টায় পেরিয়ে যেতে পারবেন পর্যটকরা। ৬৭টি গ্রামের মধ্যে দিয়ে যাবে এই এক্সপ্রেসওয়ে।
  • Link to this news (এই সময়)