• লোকসভা নির্বাচন 2024 : কেবল '৪০০ পার' নয়, কংগ্রেসের ১৯৮৪-র রেকর্ডই মোদীর 'পাখির চোখ'
    এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • লোকসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একলা BJP-কেই আনতে হবে ৩৭০। এ ছাড়াও 'আবকি বার NDA ৪০০ পার' তো রয়েইছে। তবে দলের বরিষ্ঠ নেতারাই মনে করছেন এই টার্গেট পূরণ করার রাস্তা খুব একটা সহজ হবে না। একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে গেরুয়া শিবিরকে। তবে মোদীর পাখির চোখ কিন্তু ইন্দিরা গান্ধীর মৃত্য়ুর পর ১৯৮৪ সালের রেকর্ড। ৪০ বছর পর ভাঙবে কংগ্রেসের পরিসংখ্যান?হিন্দি হার্টল্যান্ড এবং নিজেদের গড় রাজ্যগুলিতে অধিক সংখ্যক আসন জেতার সম্ভাবনা BJP-র। বাকি রাজ্যগুলির লোকসভা আসনে পদ্ম ফোটাতে এবার কোমর বেঁধে নেমে পড়েছেন নেতারা। গত লোকসভা নির্বাচনের থেকে ৬৭টি আসন বেশি পেতে হবে BJP-কে। আর সেই টার্গেট পূরণ করতে দলের বড় থেকে ছোট সব নেতারাই উঠে পড়ে লেগেছেন।কোন কোন অস্ত্রে শান দিচ্ছে BJP?অন্ধ্র প্রদেশে TDP, জনসেনা পার্টিকে জোটে সামিল করেছে BJP। তবে কৃষক বিক্ষোভের জেরে অকালি দলের সঙ্গে আলোচমা আপাতত স্থগিত রয়েছে। এ ছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসীমা রাও এবং চৌধুরী চরণ সিংয়ের সঙ্গে এম এস স্বামীনারায়ণ ও কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন ঘোষণার মধ্যে দিয়ে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।মোদীর টার্গেট ৫০ শতাংশ ভোটBJP-র লক্ষ্য কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা নয়, ৫০ শতাংশ ভোটের হার নিশ্চিত করাও। একটি বিশেষ হিসেব ঘোরাফেরা করছে BJP-র অন্দরে। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর কংগ্রেস পেয়েছিল ৪৯.১০ শতাংশ ভোট। হাত শিবির জিতেছিল ৪১৪টি আসন। যা লোকসভায় কোনও একক পার্টির সবচেয়ে বড় রেকর্ড।কতটা চ্যালেঞ্জিং এই টার্গেট?২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৩৭.৩৬ শতাংশ ভোট পেয়েছিল BJP। যা বাড়িয়ে ৫০ শতাংশে পৌঁছনোই মোদীর পয়লা নম্বর টার্গেট। এর জন্য প্রায় প্রতিটি রাজ্যে অনবদ্য ফল করতে হবে গেরুয়া শিবিরকে। ২০১৯ সালে রাজস্থান, গুজরাট এবং হরিয়ানার সবক'টি আসন জিতেছিল BJP। মধ্য প্রদেশে কেবলমাত্র একটি আসন হারিয়েছিল তারা। NDA জোট বিহারে হেরেছিল দু'টি আসনে। উত্তর প্রদেশে BJP ৮০টির মধ্যে ৬২টি আসন জিতেছিল। কর্নাটক একমাত্র দক্ষিণী রাজ্য যেখানে BJP প্রধান বিরোধী। ২০১৯ সালে এই রাজ্যে তারা ২৯-এর মধ্যে ২৮টি আসনে জয় পেয়েছিল।দক্ষিণে আসনের চেয়ে ভোটের হারে বেশি জোরBJP ওডিশা এবং তেলঙ্গানায় প্রভাব বাড়াতে একাধিক প্রকল্প নিয়ে এসেছে। অন্ধ্র প্রদেশ এবং কেরালার মতো রাজ্যগুলিতে তারা ছোট ছোট দলের সঙ্গে জোটে জোড় দিচ্ছে। আসন না পেলেও একাধিক পার্টি জোটে সামিল হওয়ায় ভোটের হার বাড়তে পারে NDA-এর।
  • Link to this news (এই সময়)