Live : শাহজাহানকে ১০ দিনের পুলিশি হেফাজত, কোর্ট চত্বরে পুলিশে ছয়লাপ
এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
শেখ শাহজাহানকে আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান হয়। উভয় পক্ষের শুনানি শেষে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।অবশেষে গ্রেফতার সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহান। বুধবার রাতে মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে তাঁতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, বসিরহাট আদালতে পেশ করা হচ্ছে তাঁকে। একইসঙ্গে তাঁকে পুলিশি হেফাজতে চাওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গে। শাহজাহানের বিরুদ্ধে ১৪৭, ১৪৮ ও ১৪৯ সহ বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে এদিন সংবাদমাধ্যমের সামনে কোনও প্রশ্নের জবাব দেননি শেখ শাহজাহান। ইতিমধ্যেই একবার আদালত কক্ষে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে ফের আদালত কক্ষ থেকে বের করে নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে। সাদা কুর্তা পাজামা পরে এদিন আদালতে হাজির হয়েছেন সন্দেশখালির 'বাঘ'।এদিকে শেখ শাহজাহানকে পেশ করা ঘিরে যাতে কোনওরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তার জন্য গোটা আদালত চত্বরে মোতায়েন করা হয়েছে বাড়িতে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি শাহহাজানের বাড়িতেও প্রচুর পুলিশ ও RAF মোতায়েনও করা হয়েছে। একইসঙ্গে সন্দেশখালির ২৩ জায়াগায় জারি ১৪৪ ধারা।অন্যদিকে এদিনই জেলিয়াখালিতে যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইতোর্টের অনুমতি পেয়েই সেখানে যাচ্ছেন তিনি। তাঁর সঙ্গে যেতে পারবেন বিধায়ক শংকর ঘোষ। তবে সেখানে যেতে গেলে পুলিশের কাছে লিখিত আবেদন করতে হবে শুভেন্দুকে, এমনটাই নির্দেশ দিয়েছে আদালত।