• বিয়ের প্রতিশ্রুতিতে ফেঁসে ৪৭ লাখ টাকা খরচে লিঙ্গ বদলে কেলেঙ্কারি! চরম পরিণতি যুবতীর
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • যুবককে ভালোবেসে লিঙ্গ বদলেছিলেন। লিঙ্গ বদলে ছেলে থেকে মেয়ে হন। দীপ থেকে হন দীপা। বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন সঙ্গী। সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করেই লিঙ্গ বদলান। এক দুই লাখ টাকা নয় লিঙ্গ পরিবর্তনে খরচ হয় ৪৭ লাখ টাকা। অভিযোগ, এত কিছুর পর বর্তমানে সঙ্গী বিয়ে করতে অস্বীকার করে দীপাকে। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন দীপা। সঙ্গীর বাড়ির বাইরে পার্ক করা একটি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। উত্তর প্রদেশের কানপুরের ঘটনায় শোরগোল।বিষয়টি ঠিক কী?

    সম্প্রতি এক ক্যাফে অপারেটরের প্রেমে পড়েছিলেন কানপুরের ফ্যাশন ডিডাইনার দীপ। সম্প্রতি তিনি ৪৭ লাখ টাকা খরচ করে লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে হয়ে দীপ থেকে হন দীপা। অভিযোগ, লিঙ্গ পরিবর্তন করার পর বর্তমানে বিয়ে করতে অস্বীকার করেন ওই ক্যাফে অপারেটর। ইন্দোরের বিজয় নগর থানায় ক্যাফে অপারেটরের বিরুদ্ধে প্রতারণা, যৌন সংসর্গ এবং অস্বাভাবিক সম্পর্কের অভিযোগে মামলা দায়ের করেছেন দীপা। সম্প্রতি দীপা তাঁর এক বন্ধুকে নিয়ে কানপুরে আসেন। রবিবার গভীর রাতে ক্যাফে অপারেটরের বাড়ির বাইরে পার্ক রা একটি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

    চাকেরী থানা এলাকায় অবস্থিত শ্যামনগরের বাসিন্দা বৈভব শুক্লা একজন ক্যাপে অপারেটরের। গত রবিবার সকালে উঠে দেখতে পান বাড়ির বাইরে পার্ক করে রাখা গাড়িটি একেবারে পুড়ে খাক হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ চেক করেন। সেখানেই এক যুবককে মুখে মাস্ক পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে দেখা যায় গাড়িটিতে। পুলিশ এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।

    সিসিটিভি ফুটেজের সূত্র খরেই দীপ তানওয়ানিয়াকে (ওরফে বর্তমানে দীপা) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় তাঁর বন্ধু রোহন যাদবকেও। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

    ২০২২ সালে অস্ত্রোপচার

    পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয় ফ্যাশন ডিজাইনার দীপ তানওয়ানিয়ার সঙ্গে ক্যাফে অপারেটর বৈভব শুক্লার। কিছু দিনের মধ্যেই তাঁদের সেই বন্ধুত্ব প্রেমের পরিণতি পায়। সেই সময় ক্যাফে অপারেটরর বৈভব দীপকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপরেই লিঙ্গ পরিবর্তন করান দীপ। ২০২২ সালে স্তনের অস্ত্রোপচার করিয়েছিলেন দীপ। এরপর দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করে তাঁর লিঙ্গ পরিবর্তন করা হয়। এই সময় কানপুর ও ইন্দোরে বেশ কয়েকবার তাঁদের দু'জনের মধ্যেই শারীরিক সম্পর্কও গড়ে উঠেছিল। জিজ্ঞাসাবাদে দীপ (ওরফে দীপা) জানিয়েছেন, শরীরে ছেলে হলেও ছোট থেকেই মননে নারী ছিলেন তিনি। মেয়ে হওয়ার শখও ছিল মনে মনে। বৈভবের সঙ্গে যখন পরিচয় হয় ও তিনি যখন বিয়ের প্রতিশ্রুতি দেন তখন লিঙ্গ পরিবর্তন করানোর কথা ভাবেন। অভিযোগ, বৈভবের পীড়াপীড়িতেই লিঙ্গ পরিবর্তন করান তিনি। অভিযোগ, লিঙ্গ পরিবর্তনের পর দীপ বিয়ের কথা বললে বৈভব তা প্রত্যাখ্যান করে। বৈভব অজুহাত দেখান তিনি উচ্চবর্ণের তাই তিনি দীপকে (বর্তমানে দীপা) বিয়ে করতে পারবেন না।

    লিঙ্গ পরিবর্তনের জন্য ৪৭ লাখ টাকা খরচ হয়েছে

    দীপ ওরফে দীপা জানান,লিঙ্গ পরিবর্ত করতে একাধিকবার অস্ত্রোপচার করতে হয়েছে। আর সেই অস্ত্রোপচার যথেষ্ট বেদনাদায়ক। বৈভবের জন্য সেই যন্ত্রণাও মুখ বুজে সহ্য করেছেন তিনি। প্রথমে স্তনের অস্ত্রোপচারের পর তাঁর লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার হয়। সব মিলিয়ে খরচ হয়েছে ৪৭ লাখ টাকা। যার মধ্য়ে বৈভব দিয়েছিলেন মাত্র তিন লাখ টাকা। দীপের (বর্তমানের দীপা) অভিযোগ, 'বৈভব আমার অনুভূতি নিয়ে খেলেছে। আমার জীবনটা নষ্ট করেছে। এখন কোনও ভাবেই আর পুরুষ হওয়ার সম্ভব না আমার পক্ষে।'
  • Link to this news (এই সময়)