• 'বাংলার মা-বোনেরা আমার পরিবার...', বিরোধীদের কটাক্ষের জবাব মোদীর
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • ‘আমার পরিবার কারা? আমার কোনও পরিবার নেই বলে কটাক্ষ করেন ইন্ডিয়া জোটের নেতারা? আমরা পরিবার দেখতে হলে এই সভায় চলে আসুন।’ বারাসতের সভা থেকে ইন্ডিয়া জোটকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পরিবারবাদ নিয়ে বিরোধী জোটকে তুলোধোনা মোদীর।বুধবার উত্তর ২৪ পরগনার বারাসতের কাছাড়ি ময়দানে নারী শক্তি বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদী। সেখানেই, ইন্ডিয়া জোটকে একহাত নেন মোদী। সভায় বক্তৃতা মাঝেই মোদী বলেন, ‘ ইন্ডিয়া জোটের নেতারা আজকাল আমার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করেন। এঁরা বলেন মোদীর নিজের পরিবার নেই। এই জন্যেই আমি পরিবারবাদের বিরুদ্ধে লড়াই করে।’

    জনসভার উদ্দেশে এবার মোদী স্পষ্ট বাংলায় বলেন, ‘ওঁরা জানতে চায়, মোদীর পরিবার কোথায়? এই পরিবারবাদীদের আমি বলতে চাই, এই সভায় এসে দেখুন, আমাদের দেশের এত বোন, যাঁরা এখানে এসেছেন, দেশের বিভিন্ন কোণায় তাঁরা আমাদের কর্মসূচির সঙ্গে জুড়ে আছেন, তাঁরাই হল আমার পরিবার।’

    ইন্ডিয়া জোটের সদস্য কংগ্রেসকে বহুবার পরিবারবাদ নিয়ে আক্রমণ করতে দেখা গিয়েছে। এবার রাজ্যে এসেও পরিবারবাদ নিয়ে সমালোচনা ব্যক্ত করলেন তিনি। এরপরে নিজের ব্যক্তি জীবনের কথা তুলে ধরেন তিনি। নিজের পরিবারের বিষয়ে অন্য কোথাও কিছু না বললেও এদিন সভায় সমস্ত মহিলা কর্মী, সমর্থকদের উপস্থিতিতে মোদী বলেন, ‘আজকে আমি আপনাদের সামনে একটি সত্যি কথা বলছি।’ এরপরেই তাঁর বক্তব্যে উঠে আসে তাঁর বাল্যকালের কথা। তিনি জানান, অনেক ছোট বয়সেই একটি ছোট ঝুলি নিয়ে পরিব্রাজক হিসেবে বেড়িয়ে পড়েছিলাম। তিনি বলেন, ‘আমার পকেটে একটা টাকা থাকত না। আপনাদের শুনলে গর্ব হবে, আমার দেশের মাতা - বোনেরা কেমন আছে দেখতে বেড়িয়ে গিয়েছিলাম। রাস্তায় আমাকে অনেকেই জিজ্ঞাসা করতেন, আপনি কিছু খেয়েছেন?’

    তিনি জানান, আমার পকেটে কোনও অর্থ না থাকলেও একদিনও আমি অনাহারে ছিলাম না। তিনি বলেন, ‘এই জন্যেই আমি বলি, এঁরা আমার পরিবার। এই দেশের ১৪০ কোটি দেশবাসী হল আমার পরিবার।’ মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের কথা এদিন সভা থেকে তুলে ধরেন মোদী। বাংলায় ৯০ হাজার স্বনির্ভর গ্রুপের মহিলাদের সাহায্য মিলেছে, বাংলার মহিলারা কৃষি থেকে শুরু করে হস্তশিল্পে দারুণ কাজ করেছে। দেশে ৩ কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ কর্মসূচি নেওয়া হয়েছে, সেই বার্তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় উঠে আসে, মুসলিম মহিলাদের জন্য তালাক প্রথা রদ করার বিষয়েও। নারীদের সম্মান জানিয়ে এদিন সভার শেষে উপস্থিত সবাইকে মোবাইলের টর্চ জ্বালিয়ে বিশেষ ভাবে শুভেচ্ছা প্রদানের ব্যবস্থা করতে দেখা যায় মোদীকে।
  • Link to this news (এই সময়)