• Yashasvi Jaiswal: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়লেন যশস্বী...
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়লেন যশস্বী জয়েসওয়াল। দু"ধাপ ওপরে উঠে কেরিয়ারে প্রথমবার সেরা দশে প্রবেশ করলেন ভারতের বাঁ হাতি ওপেনার। ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ ফর্মে আছেন যশস্বী। চার ম্যাচে ৬৫৫ রান তাঁর। ইতিমধ্যেই বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলেছেন। ধর্মশালায় তাঁকে ছাপিয়ে যাওয়ার হাতছানি রয়েছে তরুণ ব্যাটারের সামনে। হায়দরাবাদে আগ্রাসী ৮০ রান দিয়ে শুরু করেন যশস্বী। বিশাখাপত্তনামে তাঁর ২০৯ রান ভারতের জয়ের ভীত গড়ে দেয়। রাজকোটে আরও একটি দ্বিশতরান ভারতকে সিরিজে এগিয়ে দেয়। বিনোদ কাম্বলি এবং বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে পরপর দ্বিশতরানের নজির গড়েন। রাজকোট টেস্টের আগে ২৯তম স্থানে ছিলেন যশস্বী। ম্যাচ উইনিং দুশোর পর বিরাট লাফ দিয়ে ১৫ নম্বরে উঠে আসেন। তৃতীয় টেস্টের পর আরও তিনধাপ ওপরে উঠে ১২ নম্বরে চলে আসেন। জানাই ছিল, রাঁচি টেস্টের দুটো ইনিংসে অর্ধশতরান করলেই প্রথম দশে ঢুকে পড়বেন। দুই ইনিংসে সেটা না হলেও, প্রথম ইনিংসে ৭৩ করার পর দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৩৭ রান যোগ করেন। এই সিরিজে এমন কোনও টেস্ট নেই যেখানে যশস্বী ন্যূনতম অর্ধশতরান করেননি। চতুর্থ টেস্টে রান পাওয়ায় আবার দু"ধাপ ওপরে উঠে দশের মধ্যে ঢুকে পড়েন। টেস্ট ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে প্রথম দশে স্থান পান যশস্বী। ৮ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেললেও ব়্যাঙ্কিংয়ে কোনও অধঃপতন হয়নি তাঁর। ৮৭০ পয়েন্ট নিয়ে একনম্বর স্থানে রয়েছেন কেন উইলিয়ামসন। ৭৯৯ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে জো রুট। ৭৮৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন স্টিভ স্মিথ। 
  • Link to this news (আজকাল)