• FARMERS MARCH: ফের আন্দোলনের পথে কৃষকরা, কড়া প্রশাসনও
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কৃষকদের বিক্ষোভে ফের উত্তাল হতে চলেছে দেশ। কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন দাবি নিয়ে বুধবার থেকে ফের পথে কৃষকরা। কৃষকদের দিল্লি অভিযানকে ঘিরে ইতিমধ্যেই ফের কড়া প্রশাসন। পাঞ্জাব এবং হরিয়ানা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিষাণ মজদুর মোর্চা এবং সংযুক্ত কিষাণ মোর্চাই এই কৃষক আন্দোলনের প্রধান কারিগর। উৎপন্ন ফলসে এমএসপি-র গ্যারান্টির দাবিতেই ফের শুরু হতে চলেছে আন্দোলন। ১৩ ফেব্রুয়ারি শম্ভু এবং কানৌহরি সীমান্তের কাছে কৃষকদের রুখে দেয় প্রশাসন। ১০ মার্চ গোটা দেশজুড়ে রেল রোকোর ডাকও দিয়েছে কৃষকরা। এবারের প্রতিবাদে প্রায় চারশো কৃষক যোগদান করবে বলে জানা গিয়েছে। কৃষকদের আন্দোলনের জেরে যাতে দৈনিক জীবন বিঘ্নিত না হয় সেজন্য প্রতিটি জায়গায় রয়েছে কড়া প্রহরা। 
  • Link to this news (আজকাল)