• MANIFESTO: কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে গুরুত্ব পাবে ‘চাকরির অধিকার’...
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  চাকরির অধিকার। এটাই সবথেকে বেশি গুরুত্ব পেতে চলেছে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে। এবিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। এবারে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে কী কী থাকবে তা নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছে দলের শীর্ষনেতৃত্ব। উত্তর প্রদেশে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাকে কংগ্রেস কাজে লাগাতে মরিয়া। ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকেই রাহুল গান্ধী এই ঘোষণা করে দিতে পারেন বলেই খবর মিলেছে। কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে দলের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরমকে। তাঁর সঙ্গে লোকসভা নির্বাচন নিয়ে ৫ ঘন্টা বৈঠক করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। চিদাম্বরম জানিয়েছেন, নির্বাচনী ইস্তাহার তৈরি হয়ে গিয়েছে। এবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির কাছে তা দেওয়া হয়েছে। 
  • Link to this news (আজকাল)