• RAE BARELI: রায়বেরেলিতে প্রিয়াঙ্কাকেই চান কংগ্রেস সমর্থকরা
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রায়বেরেলি জুড়ে এখন শুধু প্রিয়াঙ্কা গান্ধী বঢরার পোস্টার। সেখানকার কংগ্রেস নেতা-সমর্থকদের দাবি আসন্ন লোকসভা নির্বাচনে রায়বেরেলি থেকেই লড়ুন। রায়বেরেলি থেকে কংগ্রেসের সম্পর্ক বহুদিনের। এখান থেকেই প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী। বিগত দুই দশক ধরে এই আসনে জয়ী হয়ে লোকসভার সদস্য ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে এবার তিনি লোকসভা নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। রাজ্য সভার সদস্য হয়েছেন সোনিয়া। রায়বেরেলি থেকে কে ভোট লড়বে তা এখনও ঘোষণা করেনি কংগ্রেস শিবির। তবে এখানকার কংগ্রেস সমর্থকরা চান প্রিয়াঙ্কাকেই। এই আসনে বিজেপিও তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। ২০১৪ এবং ২০১৯ সালে বিজেপি হাওয়ার মধ্যেও এই আসনটি কংগ্রেসের দখলে ছিল। তাই এবারে বিজেপি এই আসনটি জিততে মরিয়া। ২০১৯ সালে এই আসনে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং সোনিয়া গান্ধীর কাছে প্রায় ১ লক্ষ ৬০ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন। রায়বেরেলির পাশাপাশি আমেঠিও একটি সম্মানজনক আসন। এখানে স্মৃতি ইরানি ২০১৪ সালে পরাজিত হলেও ২০১৯ সালে রাহুল গান্ধীকে হারিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেন। এখানেও কংগ্রেস কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। 
  • Link to this news (আজকাল)