• TECHNO: টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের বিশেষ প্রয়াস
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া), পশ্চিমবঙ্গ রাজ্য শাখা স্যার আর এন মুখার্জি হলে "ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং ডে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট" পালন করেন। সহ আয়োজক ছিল টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর। উপস্থিত ছিলেন অধ্যাপক সাধন কুমার ঘোষ, ডিরেক্টর, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ও সার্কুলার ইকোনমি রিসার্চ সেন্টার। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ও সার্কুলার ইকোনমির প্রয়োজনীয়তার কথা এদিন তুলে ধরা হয়। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক অশোক কুমার পাল, প্রাক্তন জেনারেল ম্যানেজার, স্টিল অথরিটি অব ইন্ডিয়া এবং প্রফেসর, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, জয়ন্ত চক্রবর্তী, পরামর্শদাতা, ইন্দোফিল, এবং চেয়ারম্যান, কৃষি ও গ্রামোন্নয়ন বিষয়ক সাব-কমিটি। উদ্বোধনী ভাষণ দেন পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান অধ্যাপক রাজু বসাক। অনুষ্ঠানের শেষে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব রাখেন পশ্চিমবঙ্গ শাখার সাম্মানিক সম্পাদক শ্রী অনির্বাণ দত্ত। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পি এস আই মেটালস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর শ্রী রাম চন্দ্র চক্রবর্তী, টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের ডিরেক্টর ড: রতিকান্ত সাহু। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী সন্দীপ কুমার দেব, প্রবীর কুমার রায়চৌধুরী, শ্রী শ্যামা প্রসাদ দত্ত, অধ্যাপক বিনয়কৃষ্ণ চৌধুরী, দীনেন্দ্র নারায়ণ চক্রবর্তী, ড: অশোক কুমার নস্কর এবং অধ্যাপক দেবব্রত রায়ের মত প্রযুক্তিবিদেরা, এবং টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় আর টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের ছাত্র ছাত্রীরা।
  • Link to this news (আজকাল)