• Hindmotor: ‌টাটা কোম্পানির মোড়কে নকল চা বিক্রি করার অভিযোগ,‌ আটক দুই...
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ টাটা কোম্পানির মোড়কে নকল চা বিক্রির অভিযোগে আটক দুই দোকানদার। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার অন্তর্গত হিন্দমোটরে। বেশ কিছুদিন ধরেই চলছিল এই করবার। নামি সংস্থার কোম্পানির চায়ের মত হুবহু একইরকম চায়ের প্যাকেট বিক্রি হচ্ছিল উত্তরপাড়ার হিন্দমোটর অঞ্চলে। নকল চা পাতা বিক্রির অভিযোগ পেয়ে হিন্দমোটর দু’‌নম্বর বাজারে উত্তরপাড়া থানার পুলিশ নিয়ে অভিযান চালায় টাটা সংস্থার ভিজিল্যান্স বিভাগ। অভিযান চালানো হয় বেশ কয়েকটি দোকান এবং একজন চা সেলসম্যানের বাড়িতে। তল্লাশি চালিয়ে ওই দুটি দোকান থেকে একাধিক নকল চায়ের প্যাকেট উদ্ধার হয়। ওই দুই দোকানের মালিক তপন সাহা এবং কমল কুণ্ডুকে আটক করেছে পুলিশ। এদিকে অভিযুক্তদের দাবি, তারা সেলসম্যানের থেকে চা কিনে বিক্রি করেন। আসল না নকল তারা চেনেন না। ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান নকল জিনিস বিক্রি করা অন্যায়, তারা এই অন্যায়কে সমর্থন করেন না। তাদের দাবি, এই নকল সামগ্রী যেখানে তৈরি হচ্ছে বা যারা দোকানদারদের হাতে পৌঁছে দিচ্ছে তাদের আগে ধরা উচিত। এলাকারই চা সেলসম্যান চন্দন দাস বলেন, তাঁর বাড়িতেও পুলিশ এসেছিল। তল্লাশি চালিয়ে কোনও নকল চা পাতা পায়নি। তিনি কোম্পানির আসল চা বিক্রি করেন। নকল চা পাতার প্যাকেট কিভাবে দোকানদারদের কাছে পৌঁছেছে তা তিনি জানেন না। এলাকার কাউন্সিলর সন্দীপ দাস জানিয়েছেন, তিনি বাজারে এসে ঘটনার কথা জানতে পেরেছেন। তিনি ঘটনায় তদন্তের দাবি জানান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হিন্দমোটর দু’‌নম্বর বাজার এলাকায়।ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)