• Chinsurah: ‌‌ভাতা বাড়ল, দোলের আগেই আবির খেলায় মাতলেন আশা ও অঙ্গনওয়ারি কর্মীরা...
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ প্রতিশ্রুতি পূরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভাতা বেড়েছে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। তাই বুধবার দোলের আগেই আবির খেলা হল চুঁচুড়ায়। বসন্তের হাওয়ায় উড়ল সবুজ আবির, দোলের আগেই আবির খেলায় মাতলেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। ভাতা বাড়ানোর ঘোষণায় খুশি তাঁরা। এদিন চুঁচুড়ার কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের শুভেচ্ছা জানান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আশাকর্মীরা জানিয়েছেন, ভাতা বাড়ানোর জন্য তারা আন্দোলন করেছিলেন। মুখ্যমন্ত্রী ভাতা বাড়িয়েছেন, তারা খুশি। তবে যে ভাতা তাঁরা বর্তমানে পান তাতে তাদের সংসার চলে না। বিধায়ক বলেছেন, ‘‌আশাকর্মীদের সব আশা হয়ত পূরণ হয়নি। তবে চেষ্টা করে কিছুটা হলেও আশা পূরণ করা সম্ভব হয়েছে। এত অর্থনৈতিক বাধ্যবাধকতা সত্ত্বেও মুখ্যমন্ত্রী ভাতা বাড়িয়েছেন। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা যে কাজ করেন, নিশ্চয়ই তাদের ভাতা আরও হওয়া উচিত। মানবিক মুখ্যমন্ত্রী এদের পাশে থাকবেন।’‌ ভোটের মুখে ভাতা বাড়ানোয় বিজেপির কটাক্ষ, রাজ্যের ভাঁড়ার শূন্য। ধার করে চলছে। আর ভাতা দিয়ে ভোট কিনতে চাইছে তৃণমূল।ছবি:‌ পার্থ রাহা 
  • Link to this news (আজকাল)