• CBI: সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে শেখ শাহজাহানকে: কলকাতা হাইকোর্ট...
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিকেল সওয়া চারটের মধ্যে শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে। প্রধান বিচারপতির নির্দেশ বহাল রেখে জানিয়ে দিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও দিনের শেষে শাহজাহানকে না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছিল সিবিআইকে। বুধবার ফের একবার আদালতের দ্বারস্থ হয় ইডি। এরপরই এই রায় দেয় ডিভিশন বেঞ্চ। অন্যদিকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। মঙ্গলবার এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি করা হলেও শীর্ষ আদালত তাতে কান দেয়নি। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়ে দেন, সংশিষ্ট আবেদন শুনতে পারে প্রধান বিচারপতি বেঞ্চ। রাজ্য সেখানে আবেদন করুক। আপাতত হাই কোর্টের নির্দেশই বহাল রেখেছে শীর্ষ আদালত। পাশাপাশি এই মামলায় তিনটি এফআইআর করেছে সিবিআই। দুটি শেখ শাহজাহানের বিরুদ্ধে এবং অন্যটি শঙ্কর আঢ্যর বিরুদ্ধে। 
  • Link to this news (আজকাল)