• কখনও ভেবে দেখেছেন ট্রেনে বজ্রপাত হলে কী হবে?
    দৈনিক স্টেটসম্যান | ০৬ মার্চ ২০২৪
  • দূর-দূরান্তের যেকোন জায়গায় যেতে হলে নিরাপত্তার দিক থেকে যাত্রীরা ফ্লাইট এবং বাসের চেয়ে ট্রেনের উপর বেশি ভরসা করেন৷ তথ্য অনুযায়ী ভারতীয় রেলওয়েতে, প্রতি বছর ১৩,৫২৩টি ট্রেন চলে৷  আবহাওয়া যেমনই হোক না কেন, রেলগাডি় অবিচ্ছিন্নভাবে ছুটে চলেছে নিত্যদিন৷ দেরি হলেও যাত্রীদের যাত্রা ব্যাহত হতে দেয় না৷ ঝড়, জল, দুর্যোগে নানা জায়গা থেকে দুর্ঘটনার খবর মেলে৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন যে, চলন্ত ট্রেনে বজ্রপাত হলে কী হবে? এতে কি দুর্ঘটনা ঘটবে, যাত্রীরা কি সকলেই প্রাণ হারাবেন? তাহলে বলি শুনুন-
    জেনে রাখা ভালো যে, একটি ট্রেন তৈরি করা হয় যথেষ্ট মজবুতভাবে৷ এটি তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হয়ে যায়৷ ট্রেনের বাইরের অংশ তৈরি হয় মজবুত লোহা এবং ইস্পাত দিয়ে, ভিতরের অংশ তৈরি করা হয় কাঠ দিয়ে৷ বজ্রপাত হলেও তাই লোহার তৈরি ট্রেনে কোনও প্রভাব পডে় না৷ অর্থাৎ বজ্রপাতের সময়ও ট্রেনে বসে থাকা যাত্রীরা সম্পূর্ণ নিরাপদে থাকেন৷
    ট্রেন লোহার তৈরি তো ঠিক আছে৷ কিন্ত্ত ট্রেনে আর্থিং ডিভাইস বসিয়েছে ভারতীয় রেল৷ এই ধরনের দুর্যোগ থেকে আমাদের বাঁচাতে এই আর্থিং ডিভাইস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এমনকি যদি ট্রেনে বাজ পডে়, তাহলে সেটি সবচেয়ে সংক্ষিপ্ত রুট নেয় এবং বগি থেকে ট্র্যাকে এবং তারপর আর্থিং ডিভাইসের মাধ্যমে গ্রাউন্ডেড হয়, যাতে যাত্রীদের কোনও ক্ষতিই না হয়৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)