• Esplanade Howrah Metro : দেশে প্রথম গঙ্গার নীচ দিয়ে চালু মেট্রো, জানুন ১০ অবাক করা তথ্য
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • সমস্ত অপেক্ষার অবসান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হল এসপ্ল্যানেড - হাওড়া ময়দান মেট্রোর। এটিই দেশের প্রথম নদীর তলদেশ দিয়ে যাওয়া মেট্রো পরিষেবা। কলকাতা ও হাওড়া জেলার মাঝে গঙ্গার নীচ দিয়ে ৫২০ মিটার পথ রয়েছে গঙ্গার তলা দিয়ে। অর্থাৎ এবার উপর দিয়ে প্রবহমান নদী, আর নীচে চলন্ত মেট্রো। শহর কলকাতা তথা মেট্রোর মুকুটে এ এক নতুন পালক। তবে এই মেট্রো সম্পর্কে আরও এমন কিছু তথ্য রয়েছে যা অবশ্যই জেনে রাখা প্রয়োজন।এই মেট্রো পথের ৫২০ মিটার গঙ্গার নীচ দিয়ে হলেও, সমগ্র পথের দৈর্ঘ্য ১৬.৬ কিলোমিটার। তার মধ্যে হাওড়া ময়দান থেকে ফুলবাগান পর্যন্ত ১০.৮ কিলোমিটার গিয়েছে মাটির তলা দিয়ে। আর প্রকল্পের বাকি অংশটি মাটির উপরে।এই যাত্রা পথে রয়েছে মোট ৬টি স্টেশনমাত্র ৪৫ সেকেন্ডে গঙ্গার নীচের ৫২০ মিটার পথ অতিক্রম করা যাবে। অর্থাৎ মাত্র ৪৫ সেকেন্ডে মেট্রো পথে পারাপার করা যাবে গঙ্গা নদী।এই পথে রেকে থাকবে স্বয়ংক্রিয় ট্রেন অপারেশন (ATO) পদ্ধতি। এটি একটি অত্যাধুনিক ব্যবস্থা, যেখানে মোটরম্যান একটি বোতাম টিপলেই মেট্রো পরবর্তী স্টেশনের উদ্দেশে যাত্রা করবে।এই পথে মেট্রোর টিকিট ভাড়া শুরু হচ্ছে ৫ টাকা থেকে। অর্থাৎ প্রথম ২ কিলোমিট্রারে জন্য যাত্রীকে ভাড়া গুণতে হবে ৫ টাকা।৫ টাকা সর্বনিম্ন ভাড়া হলেও তারপর সেটি ১০, ১৫, ২০, ২৫ এভাবে বেড়ে চলেছে। ধীরে ধীরে ভাড়া পৌঁছচ্ছে ৫০ টাকায়।এই যাত্রা পথে নদীর তলদেশ দিয়ে যাওয়ার সময় বিশেষ প্রযুক্তির মাধ্যমে সুড়ঙ্গে দেওয়ালে দেখা যাবে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর অবয়ব, যা আনন্দ দেবে যাত্রীদের।নদীর নীচ দিয়ে যাওয়ার সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যাত্রীর। কথা বলতে পারবেন ফোনেও। সেই কারণে একটি টেলিকম সংস্থা ইতিমধ্যেই কাজ করতেও শুরু করেছে।মোট ৪ হাজার ৯৬০ কোটি টাকা ব্যয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো সেকশনটি তৈরি হয়েছে।এই মেট্রো পথের মাধ্যমে হাওড়া ও শিয়ালদার মতে স্টেশনগুলিকেও সংযুক্ত করা যাবে।

    বুধবার সবুজ পতাকা দেখিয়ে এই মেট্রো পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে এদিন কলকাতার আরও ২টি মেট্রো সেকশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (এই সময়)