Tapas Roy Joins BJP : '১০০% লয়্যালটি...', বিজেপিতে যোগ দিয়েই প্রভুভক্তি তাপসের
এই সময় | ০৬ মার্চ ২০২৪
বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। এদিন তাঁর যোগদানের সময় উপস্থিত থাকলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু মজুমদার। এছাড়ও উপস্থিত থাকতে দেখা যায় দলের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডেকে। তাঁকে দলে স্বাগত জানান সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা।তাপস বলেন, 'আজ থেকে বিজেপির পরিবারের ও মোদিজির পরিবারের সদস্য হলাম। যতদিন রাজনীতিতে আছি, ততদিন আমি এই পরিবারের সদস্য হিসেবে, আমার যা কর্তব্য, আমার যা দায়িত্ব, আমার ওপর ন্যস্ত হবে, আমি সেটা অত্যন্ত সুচারুরূপে পালন করব। আমি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কৃতজ্ঞ, তাঁরা আমাকে গ্রহণ করেছেন। সঙ্গে আমি এই কথাও বলি, বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার শিবু হাজরাদের সরকার। এই সরকার সংবিধান আইন কানুনের কথা বলে, কিন্তু হাইকোর্টের রায় মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না। পশ্চিমবাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যূদের... আগামীদিনে যাতে সকলে মিলে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশেই শপথ নিয়ে আমি বিজেপিতে যোগদান করলাম।'
এদিন তাপস আরও জানান, অধিকারী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের। একটা সময় তাঁর অধিকারী পরিবারে যাতায়াতও ছিল। একইসঙ্গে তিনি আরও জানিয়ে দেন, ১০০ শতাংশ তিনি বিজেপি নেতৃত্বের প্রতি 'লয়্যাল' থাকবেন। তাঁকে প্রদেশ বা জেলায় যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বই তিনি পালন করবেন বলেও জানান তাপস রায়।
অন্যদিকে এদিন তাপস রায় বিজেপিতে যোগদানের প্রেক্ষিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক। তাঁর বিজেপিতে যোগদান আরও দুর্ভাগ্যজনক। তবু আশা করব, তিনি শুভেন্দু-ভাইরাসে আক্রান্ত হবেন না। তৃণমূল কর্মীরা তাঁকে ভালোবাসতেন। তাঁদের আবেগে আঘাত করে তিনি যেন বিজেপির ভাষায় পুরনো দলের বিরুদ্ধে কুৎসিত আক্রমণ না করেন।'
প্রসঙ্গত, তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে সোমবারই ঘাসফুল শিবির ছাড়েন তাপস রায়। একইসঙ্গে বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন তিনি। যদিও তাঁর ইস্তফা প্রক্রিয়ায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে জানিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁকে ফের একবার নতুন করে পদত্যাগ পত্র জমা দেওয়ার কথাও বলা হয়েছে তাপস রায়কে।