• শাহজাহানের CBI হস্তান্তর নিয়ে চূড়ান্ত নাটক, ফের আদলতে ED
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • সময় পেরিয়ে গেলেও শাজাহানকে হাতে তুলে দেওয়া হয়নি। সেই কারণে, ফের আদালতের দারস্থ ইডি। ৪.১৫ মধ্যে না তুলে দেওয়া হলে আদালতে তারা জানাবে বলে আগেই জানিয়েছিল ইডি। আদালতের দৃষ্টি আকর্ষণ করতে আদালতে এসে উপস্থিত ইডি আইনজীবীরা। বিচারপতিরা চেম্বারে থাকায় ফের এজলাসে বসতে অনুরোধ আইনজীবীদের।আজ বিকেল ৪.১৫ মধ্যে সিবিআইয়ের হাতে শেখ শাহাজাহান তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গতকাল বিকেলে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু, সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, হাইকোর্টের রায় বহাল থাকবে। সেইমতো, আজ, বিকেলের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

    সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানকে CBI হেফাজত নিয়ে চূড়ান্ত টানাপোড়েন চলছে গত দুই দিন ধরে। গত ৫ জানুয়ারি সন্দেশখালি এলাকায় ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ন্যাজাট থানা, বনগাঁ থানায় পৃথক এফআইআর দায়ের করা হয়েছিল। এই মামলার তদন্ত করার জন্য প্রথমে একটি সিট গঠন করা হয়েছিল। সেই সিট গঠনের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।

    সেই নির্দেশ খারিজ করে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ সেই সিট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি, শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে মঙ্গলবার বিকেলের মধ্যেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মঙ্গলবার শেখ শাহজাহানকে হেফাজতে নিতে ভবানীভবনে যায় কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁরা প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করার পর খালি হাতে বেরিয়ে আসে। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।
  • Link to this news (এই সময়)