করোনা মহামারীর স্মৃতি এখনও টাটকা। একটা ভাইরাস স্তব্ধ করে দিয়েছিল গোটা দুনিয়া। প্রাণ হারিয়েছেন লাখ লাখ মানুষ। সেই ভাইরাস বাগে আনতে শেষমেশ আবিষ্কার হয় ভ্যাকসিন। কোভিড থেকে বাঁচতে রক্ষাকবচ বলতে ভ্যাকসিন বা টিকা। বিভিন্ন দেশের সরকারের তরফে বারংবার নাগরিকদের আবেদনও করা হয়েছে টিকা নেওয়ার কথা, বোঝানো হয়েছে টিকার প্রয়োজনীয়তার কথা। তবে সম্প্রতি করোনার টিকা সম্পর্কিত এক খবরে কার্যত ঘুম উড়িয়েছে বিজ্ঞানীদের। ৬২ বছর বয়সী এক জার্মান ব্যক্তির দাবি, তিনি মোট ২১৭ বার করোনার টিকা নিয়েছেন। তাঁর সেই দাবি শুনে গবেষকরা চমকে গিয়েছেন। ওই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণা চালাচ্ছেন তাঁরা। একাধিকবার টিকা গ্রহণের ফলে ব্যক্তির শরীরে কী প্রভাব ফেলেছেন তা নিয়ে গবেষণা চলছে।চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ উপেক্ষা করেই তিনি নিজে এমনটা কাজ করেছেন। এই ঘটনা উল্লেখ করা হয়েছে বিশ্বখ্যাত ল্যানসেট ইকফেকশাস ডিজিজেস সাময়িকীতে। রিপোর্টে বলা হয়েছে ওই ব্যক্তির নিজের ইচ্ছাতেই ২৯ মাসের মধ্যে ২১৭ বার করোনার টিকা নিয়েছেন। এতবার টিকা নেওয়ার পরই সুস্থ আছেন ব্যক্তি। ইউনিভার্সিটি অব এরলানজেন–নুরেমবার্গের গবেষকেরা জানিয়েছেন, তাঁর শরীরে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। ভুগতেও হয়নি তাঁকে। ওই বৃদ্ধ প্রথমে সংবাদমাধ্যমের কাছে এতবার টিকা নেওয়ার কথা জানান। বৃদ্ধের এই দাবি শুনে তাঁর সঙ্গে যোগাযোগ করেন মিউনিখ ও ভিয়েনার চিকিৎসকেরা। তাঁর শারীরিক কিছু পরীক্ষার করার অনুমতি চান। চিকিৎসকদের অনুমতি দেন বৃদ্ধ। ইনস্টিটিউট অফ মাইক্রোবায়োলজি-ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি ও হাইজিনের ডিরেক্টর কিলিয়ান স্কুবার লিখিত বিবৃতিতে জানান, 'সংবাদমাধ্যমের থেকে বিষয়টি আমরা প্রথমে জানতে পারি। তারপর বৃদ্ধের সঙ্গে যোগাযোগহ করি ও তাঁর কয়েকবার শারীরিক পরীক্ষাও করা হয়। পরীক্ষার পর আমরা জানতে পেরেছিলাম বৃদ্ধ ৯ মাসের মধ্যে আটটি ভিন্ন ধরনের ১৩৪ বার টিকা নিয়েছেন। ২৯ মাসের মধ্যে ২১৭ বার টিকা নিয়েছেন তিনি। এখনও পর্যন্ত বৃদ্ধের শরীরে কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
কয়েকটি গবেষণায় দাবি করা হয়েছে, হাইপার ভ্যাকসিনেশন অর্থাৎ কোনও নির্দিষ্ট রোগের বিরুদ্ধে একাধিকবার টিকাকরণ হলে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। এর ফলে শরীর অভ্য়স্ত হয়ে অ্যান্টিজেনগুলি ভাইরাসের সঙ্গে। সেই কারণে কমে যায় টিকার কার্যকারিতা। বিজ্ঞানীদের মতে, বৃদ্ধের শরীরে ইতিমধ্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে একাধিক অ্যান্টিবডি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত বৃদ্ধের রোগ প্রতিরোধ দুর্বল হয়ে গিয়েছে এমনটা প্রমাণ মেলেনি। করোনা ভাইরাস প্রতিরোধে এতবার টিকা নেওয়ার পক্ষপাতী নন গবেষকেরা। বর্তমান গবেষণা বলে, করোনা থেকে সুরক্ষায় তিন ডোজ টিকাই যথেষ্ট। এর চেয়ে বেশি টিকার দরকার নেই। কারণ সবার শারীরিক অবস্থা এক রকম নয়।