৬ কুকুর ছানায় গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়ুিয়ে হত্যা, ক্ষোভে ফুঁসছে এলাকা
এই সময় | ০৬ মার্চ ২০২৪
মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল রাজস্থানের শ্রী গঙ্গানগর এলাকা। কুকুরের ঘেউ ঘেউ শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ব্যক্তি। সেই ক্ষোভে ছয়টি কুকুর ছানার গায়ে পেট্রোল ঢেলে মেরে ফেলার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। কুকুরগুলির গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। ব্যক্তির এমন নিষ্ঠুরতায় নিন্দায় সরব পশুপ্রেমী থেকে শুরু করে এলাকার বাসিন্দারাও। রাজস্থানের শ্রী গঙ্গানগর এলাকার ঘটনা।ছয়টি কুকুর শাবকে হত্য়ার ঘটনাটি ঘটেছে রাজস্থানের শ্রীগঙ্গানগরের জওহর নগর সেক্টরের সূর্য ভাটিকা এলাকায়। জানা গিয়েছে কয়েক দিন আগেই জন্ম নেওয়া ছয়টি কুকুর ছানার গায়ে পেট্রোল ঢেলে তাদের জীবন্ত পুড়িয়ে মারে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। কুকুর ছানাগুলির বয়স ১২ থেকে ১৫ দিন। কুকুর ছানাগুলিকে নির্মম ভাবে হত্যার ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। নিজের সন্তানদের ফিরে পাওয়ার আশায় দোরে দোরে ঘুরছে মা-কুকুরটি। পাড়ার বাসিন্দারা জানাচ্ছেন, ঘটনার পর থেকেই মা-কুকুরটি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বাচ্চাগুলিকে। অপেক্ষা করছে সন্তানদের উদ্ধারের।
১ মার্চের বিকেলের ঘটনা। ওই দিন এলাকায় কুকুরের ছানাগুলিকে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপরই বাসিন্দারা সিসিটিভি ফুটেজ দেখেন। পাড়ারই একটি বাড়িতে লাগানো ছিল সিসিটিভি। সেই সিসিটিভি দেখা গিয়েছে এক ব্যক্তি কুকুর ছানাগুলির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। পুলিশে খবর দেওয়া হয়। ফুটেজের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই ব্যক্তির সন্ধান চালাচ্ছে। কুকুর ছানাগুলিকে পরিকল্পিত ভাবে খুন করে হত্যা করা হয়েছে নাকি ময়লা-আবর্জনা পোড়ানোর সময় কুকুর ছানাগুলির গায়ে আগুন লেগে যায় তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ।
উল্লেখ্য়, গত বছরের ডিসেম্বরে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল অন্ডালের ব্লক কাজরা পঞ্চায়েত ছাতিমডাঙা এলাকায়। রাতের অন্ধকারে এক এক করে পাঁচ কুকুর ছানাকে কুয়োয় ফেলে হত্যার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার এক ব্যক্তি মদ্যপ অবস্থায় আচমকাই পাঁচটি কুকুর ছানাকে কুয়োর মধ্যে ফেলে দেয়। সঙ্গে দুটি বড় কুকুরকে ফেলতে গেলে এলাকার বাসিন্দারা তাকে আটকায়। গ্রামের এক মাঠে কুকুরগুলির দেহগুলি কবর দিয়েছে গ্রামবাসীরা। প্রশাসনের কাছে ওই ব্যক্তির গ্রেফতারের দাবি ওঠে। গত মাসে সিউড়ির টিনবাজার এলাকায় কয়েকটি কুকুর শাবককে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ ওঠে। দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবিতে থানায় অভিযোগ জানানো হয়।