• Indigo Flight : বিমানের শৌচাগারে বিড়িতে সুখটান, মুম্বই পুলিশের হাতে গ্রেফতার যাত্রী
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • বিমানের শৌচাগারে গিয়ে বিড়িতে সুখটান দিয়েছিলেন এক ব্যক্তি। আর তা নজরে এসেছিল এক ক্রু সদস্যের। বিমাটি মুম্বই পৌঁছাতেই পুলিশ নিয়ে সটান হাজির বিমানের ওই কর্মী। আইন বিরুদ্ধ কাজের জন্য ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে দিল্লি-মুম্বইগামী ইন্ডিগো ফ্লাইটে।প্রকৃত ঘটনাটি কী?

    জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মহম্মদ ফরকুদ্দিন মহম্মদ আমরুদ্দিন। বয়স প্রায় ৪২ বছর। ওই ব্যক্তির দিল্লি থেকে মুম্বই হয়ে রিয়াদে যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী, মঙ্গলবার দিল্লি-মুম্বইগামী ইন্ডিগো বিমানে চড়ে বসেছিলেন তিনি। দিল্লি বিমানবন্দর থেকে বিমান ছাড়ার কিছুক্ষণের মধ্যে শৌচাগারে গিয়েছিলেন ফরকুদ্দিন। কিছুক্ষণ পরে শৌচাগার থেকে বের হয়ে এসেছিলেন তিনি।

    এদিকে, শৌচাগার থেকে ৪২ বছরের ফরকুদ্দিন বের হওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছিলেন বিমানের এক ক্রু। এছাড়া বিড়ির কড়া গন্ধ অনুভব করেছিলেন তিনি। শৌচাগারের ভিতর থেকে বিড়ির টুকরোও খুঁজে পেয়েছিলেন ওই বিমানকর্মী। বিমানের মধ্যে বিড়ি খাওয়া নিয়ে ৪২ বছরের অভিযুক্তকে সতর্কও করে দেওয়া হয়েছিল। কিন্তু মুম্বই বিমানবন্দরে বিমানটি অবতরণের পর বেআইনি কার্যকলাপের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয় রিয়াদগামী যাত্রীকে।

    পুলিশি জেরার কী জানিয়েছে অভিযুক্ত?

    মুম্বই পুলিশকে অভিযুক্ত জানিয়েছেন, পেশায় একজন শ্রমিক তিনি। সৌদি আরবের রিয়াদে কাজ করেন। কাজে যোগদানের জন্যই দিল্লি থেকে রিয়াদ যাচ্ছিলেন। ফরকুদ্দিন আরও জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে চেকিংয়ের সময় প্যান্টের পকেটে একটি বিড়ি এবং লাইটার লুকিয়ে রেখেছিলেন। নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে সেগুলি নিয়ে বিমানে উঠেছিলেন বলে করেছেন স্বীকার।

    পুলিশ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ (নিরাপত্তা বিপন্ন) এবং বিমান আইন সহ একাধিক ধারায় একটি মামলা রুজু করেছে। গ্রেফতারের পর ধৃতকে আদালতে তোলা হলে, বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। উল্লেখ্য, নিরাপত্তার কারণে বিমানে ধূমপান সম্পূর্ণ বেআইনি।

    কোনও যাত্রী যদি বিমানে সিগারেট কিংবা বিড়ি ধূমপান করার সময় হাতেনাতে ধরা পড়েন, তা হলে ভারতীয় বিমান আইন অনুযায়ী তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া যেতে পারে। এর জন্য হতে পারে কারাদণ্ড-ও। সেই সঙ্গে বিমান সংস্থা ৩ মাস থেকে ২ বছর জন্য কালো তালিকাভুক্ত করতে পারে সংশ্লিষ্ট যাত্রীকে।

    আগের ঘটনাইন্ডিগো বিমানে একাধিক ঘটনা এর আগেও সংবাদের শিরোনামে এসেছিল। যাত্রীর দ্বারা ক্রু-কে হেনস্থা কিংবা বিমানের মধ্যে মারামারির একাধিক ঘটনা প্রকাশ্যে আসে। কিন্তু ধূমপানের জন্য যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা, সম্ভবত প্রথম।
  • Link to this news (এই সময়)