Congress Candidate List : প্রিয়াঙ্কার ভোটে দাঁড়ানো নিয়ে চর্চার মাঝেই বৈঠকের ডাক হাইকমান্ডের, বৃহস্পতিতেই লোকসভার প্রার্থীতালিকা চূড়ান্ত কংগ্রেসের?
এই সময় | ০৬ মার্চ ২০২৪
১৯৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে BJP। এবার কংগ্রেসের পালা। জানা যাচ্ছে খুব শীঘ্রই প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে হাত শিবির। কোন আসনে কোন হেভিওয়েট প্রার্থী লড়বেন, তা নির্ধারণ করতে ৭ মার্চ বৈঠকে বসতে চলেছে কংগ্রেস হাইকমান্ড।বৃহস্পতিবার কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকেই প্রার্থীদের নাম চূড়ান্ত হবে বলে ইঙ্গিত মিলছে। এ প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক (কমিউনিকেশন) জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনি বলেন, 'কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির প্রথম বৈঠক বসতে চলেছে আগামীকাল। এই কমিটিই লোকসভার প্রার্থী বেছে নেয়। ৭ মার্চ সন্ধ্যা ৬টায় এই বৈঠক হবে।' হাত শিবিরের শীর্ষ নেতৃত্ব যেমন সোনিয়া গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী বৈঠকে উপস্থিত থাকবেন।
এখনও পর্যন্ত কোনও প্রার্থীতালিকা ঘোষণা করেনি কংগ্রেস। রাহুল গান্ধী কোন কোন আসন থেকে লড়বেন, তা নিয়ে নানা জল্পনা চলছে। আদৌ তিনি বর্তমান জয়ী আসন ওয়েনাড থেকে ফের দাঁড়াবেন কি না, তা নিয়েও চর্চা তুঙ্গে। স্মৃতি ইরানির কাছে পরাজিত আমেঠিতে কি আবার তিনি বদলে নিতে যাবেন? এই উত্তরও মিলবে কংগ্রেসের বৈঠক শেষ হলে। এ ছাড়াও লোকসভার পাট চুকিয়ে সম্প্রতি রাজ্যসভায় মনোনীত হয়েছেন সোনিয়া গান্ধী। মায়ের ছেড়ে যাওয়া রায়বরেলি আসনে লোকসভায় প্রিয়াঙ্কাকে আদৌ টিকিট দেওয়া হবে কি না, তা জানতেও উদগ্রীব হাত শিবিরের কর্মী-সমর্থকরা।
উল্লেখ্য, গত সপ্তাহে প্রথম ধাপের তালিকা প্রকাশ করেছে BJP। সেই তালিকায় ঠাঁই হয়েছে ১৯৫ জনের। উল্লেখযোগ্য ভাবে প্রথম ধাপের প্রার্থীতালিকায় টিকিট দেওয়া হয়নি অনেক হেভিওয়েটকেই। তাদের জায়গায় নতুন মুখে ভরসা রেখেছে দল। তালিকায় ঠাঁই পেয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী যাঁরা বর্তমানে রাজ্যসভার সাংসদ। এর মধ্যে রয়েছেন গুজরাটের পোরবন্দরের সাংসদ তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য়, রাজস্থানের আলওয়ারের সাংসদ তথা পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, মধ্য প্রদেশের গুনার সাংসদ তথা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজকোটের সাংসদ তথা কেন্দ্রীয় পশুপালন মন্ত্রী পরশোত্তম রুপালা, রাজস্থানের সাংসদ তথা কেন্দ্রীয় নৌপরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ আরও অনেকে। দিল্লির চাঁদনি চক থেকে হর্ষবর্ধন এবং নয়াদিল্লি থেকে মীনাক্ষী লেখি টিকিট পাননি। দক্ষিণ দিল্লির সাংসদ রমেশ বিধুরি, পশ্চিম দিল্লির সাংসদ পারভেশ সাহেব সিং ভর্মা এবং ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের নামও বাদ দেওয়া হয়েছে লোকসভার প্রার্থীতালিকা থেকে।