• Election Commission Of India : প্রিসাইডিং অফিসার থেকে নিচুতলা! নির্বাচন কমিশন থেকে কত টাকা পারিশ্রমিক পান ভোট কর্মীরা?
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • রূপসা ঘোষাল | এই সময় ডিজিটাল এক্সক্লুসিভভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এখন কেবলমাত্র নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই ১৮তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করবে কমিশন। শাসক থেকে বিরোধী, সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। চলছে আসন জয়ের সম্ভাবনা নিয়ে বিস্তর কাটাছেঁড়া। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে কমিশন। রাজ্যে রাজ্যে ভোট পরিচালনার জন্য কর্মীও বেছে নেওয়ার তোড়জোড় চলছে।

    প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে জোনাল অফিসার, ভোট পরিচালনার দায়িত্ব ধাপে ধাপে ভাগ করে দেওয়া হয় কর্মীদের। যাদের উপর এই গুরুদায়িত্ব থাকে, জানেন কত সাম্মানিক দেওয়া হয় তাঁদের? কোন পদের অফিসাররা কত টাকা পারিশ্রমিক পান? ২০২৩ সালের নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী,

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কোন পদে থাকা অফিসারদের কত টাকা দেওয়া হয়-ভোটের দায়িত্বে থাকা জোনাল অফিসার পাবেন এককালীন ১ হাজার ৫০০ টাকা।নির্বাচনে প্রিসাইডিং অফিসার এবং কাউন্টিং সুপারভাইজাররা পাবেন দিন প্রতি ৩৫০ টাকা।পোলিং অফিসার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা দিন প্রতি পাবেন ২৫০ টাকা।এ ছাড়াও ভিডিয়ো সার্ভেল্যান্স টিম, ভিডিয়ো নজরদারি দল (ক্লাস-১/২) পাবে এককালীন ১২০০ টাকা।কাউন্টিং টিম পাবে (ক্লাস-৩) এককালীন ১ হাজার টাকা।কন্ট্রোল রুম এবং কল সেন্টার স্টাফ, মিডিয়া সার্টিফিকেশন এবং মনিটরিং কমিটি (ক্লাস-৪) পাবে প্রতিদিন ২০০ টাকা করে।একই টাকা দেওয়া হবে ফ্লাইং স্কোয়্যাড, স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম এবং এক্সপেনডিচার মনিটরিং সেলের সদস্যরা।ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ও মাইক্রো অবজারভার পাবেন যথাক্রমে ১২০০ এবং ১ হাজার টাকা।

    Election Commission Of India : কমিশনের তথ্য

    পাশাপাশি সমস্ত নির্বাচনী আধিকারিক, পুলিশ কর্মী, হোম গার্ড, ফরেস্ট গার্ড, গ্রাম রক্ষক দল, NCC সদস্য, প্রাক্তন সার্ভিসম্যান, ভলান্টিয়ার, পোলিং সেন্টার এবং কাউন্টিং সেন্টারে কর্মরত প্রত্যেককেই খাওয়ার খরচ বাবদ ১৫০ টাকা করে দেওয়া হবে।

    Election Commission of India

    TA/DA পাবেন ভোট কর্মীরাদু'রকমের পদ্ধতিতে TA/DA পাওয়ার জন্য যোগ্য ভোট কর্মীরা। হয় তাঁদের নির্বাচনী দায়িত্ব সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১০০ শতাংশ TA/DA দেওয়া হবে। অথবা নির্বাচনী দায়িত্ব শুরুর আগে ৮০ শতাংশ আগাম এবং দায়িত্ব পূরণের পর ২০ শতাংশ বকেয়া TA/DA দেওয়া হবে।

    লোকসভা নির্বাচনে এই সমস্ত খরচ বহন করবে কেন্দ্র সরকার। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তা বহন করে সংশ্লিষ্ট রাজ্যের সরকার। একইসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট হলে এই খরচ ৫০:৫০ বহন করে কেন্দ্র এবং রাজ্য সরকার। TA/DA পেমেন্ট করে ইলেকশন ডিপার্টমেন্ট।

    দুর্গম অঞ্চলে ডিউটিরত ভোট কর্মীদের তিন দিন আগে আগাম টাকা হাতে দেওয়া হয়।
  • Link to this news (এই সময়)