• ন্যায় যাত্রার মাঝে আচমকা এক যুবকের কানে কী বললেন রাহুল? কৌতুহল তুঙ্গে
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • বিজেপি শাসিত মধ্যপ্রদেশে চলছে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা। সোমবার রাজগড় জেলার বিওড়ায় এই ন্যায় যাত্রা চলার সময় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দেখা গেল এক যুবকের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলতে। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। যুবকের সঙ্গে রাহুলের কথোপকথন নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

    প্রকৃত ঘটনাটি কী

    মধ্যপ্রদেশের বিওড়ায় পিপল মোড়ে রাহুলের ন্যায় যাত্রা উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল একটি সভা। হঠাৎ শৈলেন্দ্র নামে এক যুবককে ডেকে নিয়েছিলেন রাহুল গান্ধী। এরপর তাঁর সঙ্গে প্রায় ৭ মিনিটের বেশি সময় ধরে একান্তে কথা বলেছেন কংগ্রেস নেতা।

    জানা গেছে, সভায় বক্তব্য রাখার সময় রাহুলের কাছে আসার চেষ্টা করছিলেন ওই যুবক। কিন্তু কংগ্রেস নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা হাতের ইশারায় যুবককে বাধা দিয়েছিল। আর এই ঘটনা এড়িয়ে যায়নি রাহুলের চোখ। এরপরেই তিনি শৈলেন্দ্রকে কাছে ডেকে নিয়েছিলেন।

    রাহুল-শৈলেন্দ্র কী কী আলোচনা

    একান্তে কথা বলার সময় রাহুলের নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে শৈলেন্দ্র অভিযোগ জানিয়েছেন বলে মনে করেছেন অনেকে। কিন্তু পরে জানা গেছে, সাত মিনিটের কথোপকথনে স্থান পেয়েছিল, ওবিসি, জাতপাত গণনা এবং অগ্নিবীর প্রকল্পের মতো বিষয়গুলি। একান্তে কথা বলার সময় ব্যাঙ্ক ঋণ মুকুবের মতো বিষয়টিও স্থান পেয়েছিল বলে জানা গেছে। যদিও শৈলেন্দ্র জানিয়েছেন, তিনি কখনও ব্যাঙ্ক ঋণ নেননি। তবে, ব্যাঙ্কের সঙ্গে আর্থিক প্রতারণা করে অনেকের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনা তাঁর অজানা নয় বলে রাহুলকে জানিয়েছেন ওই যুবক।

    ওবিসি প্রসঙ্গ

    আলোচনায় ওবিসি প্রসঙ্গ পেয়েছিল স্থান। শৈলেন্দ্র কোন সম্প্রদায়ের প্রতিনিধি, তা জিজ্ঞাসা করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। ওবিসি সম্প্রদায়ের বলে রাহুলকে জানিয়েছিলেন তিনি। ভারতে ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিরা যে সব দিক থেকে পিছিয়ে, তা তথ্য দিয়ে তুলে ধরেছিলেন কংগ্রেস নেতা।

    বেকারত্ব নিয়ে সরব রাহুল

    মঙ্গলবার মধ্যপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রার ফাঁকে এক সভামঞ্চ থেকে বেকারত্ব নিয়ে সরব হতে দেখা গেছে রাহুল গান্ধীকে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে ৯ লাখের বেশি পদ খালি পড়ে রয়েছে। রাহুলের মতে, নরেন্দ্র মোদীর প্রধান লক্ষ্য হচ্ছে যে রোজগারের সুযোগ না দেওয়া। শূন্য পদে কর্মী নিয়োগ এবং কর্মসংস্থানের লক্ষ্যে কংগ্রেসের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছিলেন তিনি। রাহুল বলেছেন, কংগ্রেস ক্ষমতায় আসলে বেকারদের জীবনে আঁধার ঘুচবে।
  • Link to this news (এই সময়)