• Weather Forecast : মার্চের শুরুতেই জ্বালাপোড়া গরমের পূর্বাভাস! কেমন থাকবে আগামী ৫ দিনের তাপমাত্রা?
    এই সময় | ০৭ মার্চ ২০২৪
  • উত্তর ভারতে আপাতত থেমেছে বৃষ্টির পর্ব। বুধবার সকালে উত্তর ভারতের অধিকাংশ রাজ্যেই আকাশ পরিষ্কার ছিল। বেলা যত গড়িয়েছে ততই বেড়েছে রোদের তেজ। তবে ঠান্ডার লেশ মাত্র নেই। পাহাড়ি শহরগুলিতে ভোরের তাপমাত্রা নিম্নমুখী হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। বসন্তের আগমনের সঙ্গে শীত যে পাকাপাকিভাবে পাত্তারি গুটিয়ে ফেলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।এদিকে, পূর্বাভাস বলছে ক্রমশই চড়ছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনের মধ্যে তা রেকর্ড গড়তে চলেছে বলেই অনুমান আবহাওয়াবিদদের। মৌসম বিভাগ জানাচ্ছে, আগামী ১১ মার্চ পর্যন্ত দিল্লি সহ গোটা উত্তর ভারতে আবহাওয়া শুষ্ক থাকবে।

    মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ এবং ৮ মার্চ উত্তর ও পশ্চিম ভারতে শুষ্ক আবহাওয়া থাকবে। ৯ এবং ১০ মার্চ আকাশ পরিষ্কার থাকবে। রোদের তেজ বজায় থাকবে। এই মুহূর্তে উত্তর প্রদদেশের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ১১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যা চলতি সপ্তাহের শেষে বেড়ে ২৬ ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। IMD-র পূর্বাভাস মোতাবেক, আগামী পাঁচদিন তাপমাত্রা শুষ্ক থাকবে। পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু'দিনে।

    ফেব্রুয়ারিতেই কনকনে ঠান্ডা গায়েব হয়ে গিয়েছিল। উত্তর এবং দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি এবং ঘন কুয়াশা দেখা গিয়েছিল গত মাসের শেষে। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছিল। শীতের ফেব্রুয়ারিতে তা যথেষ্ঠ নয় বলেই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। যা ইঙ্গিত দিয়েছিল মার্চ মাস থেকেই গ্রীষ্মের দাপট শুরু হবে। বাস্তবে যেন তেমনটাই ঘটতে চলেছে। এল নিনোর দাপটে চলতি বছর রেকর্ড গরম পড়ার আশঙ্কা করা হচ্ছে। গত বছরও মার্চ মাস থেকেই তাপমাত্রা চড়চড় করে বাড়তে শুরু করে। চলতি বছর মার্চেই তা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে জানাচ্ছেন অধিকাংশ আবাহওয়াবিদ।
  • Link to this news (এই সময়)