• Election Commission Of India : কুকথা নিয়ে সাবধান, 'পকেটমার-অপয়া' অপশব্দ স্মরণ করিয়ে রাহুলকে সতর্কবার্তা কমিশনের
    এই সময় | ০৭ মার্চ ২০২৪
  • গত নভেম্বর মাসে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচারের সময় নরেন্দ্র মোদীকে ‘অপয়া’ এবং ‘পকেটমার’ বলে খোঁচা দিয়েছিলেন রাহুল গান্ধী। এ নিয়ে একটি মামলায় দিল্লি হাইকোর্ট প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে দিয়েছিল নির্দেশ। সামনে লোকসভা ভোট। দিল্লির উচ্চ আদালতের পর্যবেক্ষণের প্রেক্ষিতে রাহুলকে সতর্ক করে দিল নির্বাচন কমিশন। বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য রাহুলকে দিয়েছে পরামর্শ।প্রকৃত ঘটনাটি কী?

    ঘটনার সূত্রপাত, গত বছর ২২ নভেম্বর। বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে রাজস্থানে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদীকে ‘পকেটমার’ বলে খোঁচা দিয়েছিলেন রাহুল গান্ধী। রাহুলের মন্তব্যের নিন্দা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এরই পাশাপাশি দিল্লি হাইকোর্টে করা হয়েছিল একটি মামলা। সেই মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের কোর্টে বল ঠেলে দিয়েছিল উচ্চ আদালত।

    কী জানিয়েছিল দিল্লি হাইকোর্ট?

    মামলার পর্যবেক্ষণে দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারতি পুষ্কর্ণার বেঞ্চ জানিয়েছিল যে রাহুলের ‘পকেটমার’ খোঁচা প্রধানমন্ত্রীর সম্মানে আঘাত লাগার জন্য যথেষ্ট। সেই সময় কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ৮ সপ্তাহ সময়সীমা বেঁধে দিয়েছিল উচ্চ আদালত। সেই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের মন্তব্য যাতে কেউ না করেন, তারজন্য আইন প্রণয়নের ব্যাপারে পদক্ষেপের জন্য কমিশনকে দেওয়া হয়েছিল নির্দেশ।

    কমিশনকে কী জানিয়েছে?

    সামনে লোকসভা নির্বাচন। প্রচারে ফের মোদীকে লক্ষ্য করে রাহুল বিরূপ মন্তব্য করতে পারেন বলে মনে করছে কমিশন । ঘটনার যাতে রিপ্লে না হয়, তারজন্য রাহুল গান্ধীকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিল কমিশন। ভেবেচিন্তে মন্তব্য করার জন্য দিয়েছে পরামর্শ। সতর্ক করার পরেও যদি বিরূপ মন্তব্য করা হয়, কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে কমিশন জানিয়েছে।

    এরই পাশাপাশি কমিশন নির্ধারিত প্রচারের আচরণবিধি লঙ্ঘন করা হলে, দল বা প্রার্থীর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও দেওয়া হয়েছে বার্তা। প্রসঙ্গত, গত নভেম্বর মাসে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদীকে ‘অপয়া’ বলেও কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া-ভারত ফাইনাল ম্যাচে মাঠে হাজির ছিলেন প্রধানমন্ত্রী।

    কিন্তু সেই ম্যাচে হেরে যায় ভারত। এরপরেই মোদীকে ‘অপয়া’ বলে খোঁচা দিতে ছাড়েননি কংগ্রেস নেতা। যদিও সেই সময় এই মন্তব্যের জন্য কমিশনের পক্ষ থেকে করা হয়েছিল শোকজ।
  • Link to this news (এই সময়)