রাম মন্দিরে দর্শনার্থীর সংখ্যা কমছে, দাবি শত্রুঘ্নর! সমালোচনা BJP-র
এই সময় | ০৭ মার্চ ২০২৪
রাম মন্দিরে দর্শনার্থীদের সংখ্যায় আগের তুলনায় অনেকটাই কমছে। এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং সম্ভাব্য আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সাংসদ সিনহা অভিযোগ জানিয়েছেন, প্রথম দিনে প্রায় ৫ লাখ মানুষ মন্দিরে গিয়েছিলেন। সংখ্যাটি শেষ পর্যন্ত ৫ হাজার এবং ১০ হাজার-এ নেমে এসেছে।মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘আমি দুঃখের সঙ্গে বলছি... এত প্রচারের পর ( অযোধ্যার রাম মন্দিরের ) প্রথম দিনেই প্রায় ৫ লাখ মানুষ সেখানে পৌঁছেছে। বড় কর্পোরেট ব্যাক্তিত্ব ও শিল্পীদের ডাকা হলেও সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়নি।’ রাম মন্দির ইস্যুতে বিজেপিকে নিশানা করেন সাংসদ সিনহা।
এরপরেই তিনি তাঁর বক্তৃতায় বলেন, ‘ রাম মন্দির উদ্বোধনের দ্বিতীয় ও তৃতীয় দিনে মাত্র ৩ লাখ মানুষ সেখানে পৌঁছেছে। এরপর সেই সংখ্যাটা নেমে এসেছে দুই লাখে। এখন সেখানে ৫ হাজার, ১০ হাজার, ২০ হাজার মানুষ যাচ্ছে’ বলে মত সাংসদের।
তাঁর কথায়, রাম মন্দির নিয়ে অযথা ধর্মীয় রাজনীতি করছে বিজেপি। রাম মন্দির নিয়ে এর আগেও সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুকে সামনে এনে বিজেপি ধর্মীয় তাস খেলতে চাইছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। রাম মন্দির ইস্যুকে সামনে রেখেই তাঁরা আসন্ন লোকসভা নির্বাচনে জেতার কৌশল করেছে বলে দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।
যদিও সাংসদ সিনহার এই মন্তব্য নিয়ে বিজেপি নেতা অমিত মালব্যের তীব্র সমালোচনা করেছেন। সাংসদ সিনহা ‘মিথ্যা অভিযোগ’ করছেন বলে দাবি করেছেন অমিত মালব্য। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, ‘প্রথম মাসে ভগবান রামের দর্শনের জন্য ৫০ লাখেরও বেশি মানুষ অযোধ্যায় গিয়েছিলেন এবং সংখ্যাটি কেবল বাড়ছে।’' তিনি দাবি করেছেন, ‘এটি অনুমান করা হচ্ছে যে বার্ষিক ৫ কোটি ভক্ত অযোধ্যায় রাম মন্দির দর্শনে যাবেন। যা মক্কা এবং ভ্যাটিকান সিটিকেও ছাপিয়ে তার চেয়ে অনেক বেশি হবে।’ সাংসদ সিনহার সর্ব স্তরের মানুষকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ খন্ডন করে অমিত বলেন, ‘প্রাণ প্রতিষ্ঠানে সময় ধনী-গরীব, সমস্ত বর্ণ ও সম্প্রদায়ের সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন রাম মন্দিরে।’ লোকসভা নির্বাচনের আগে দলীয় প্রচারে যে রাম মন্দির অন্যতম একটি ইস্যু হবে সে কথা বলাই বাহুল্য।