• Abhishek Banerjee: পদ্মে তাপস, অভিষেকর তোপে 'ওয়াশিং মেশিন'!
    এই সময় | ০৭ মার্চ ২০২৪
  • এই সময়: দল ছেড়েছিলেন আগেই। বুধবার জোড়াফুল ছেড়ে হাতে পদ্মফুল তুলে নিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপের মুখে পড়লেন বর্ষীয়ান রাজনীতিক তাপস রায়। বিধাননগরে বিজেপির দপ্তরে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, মঙ্গল পাণ্ডের উপস্থিতিতে এদিন তাপস বিজেপিতে যোগদান করেন। তাপস জোড়াফুল ছাড়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেনরা তাঁকে নিশানা করলেও তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব কোনও মন্তব্য করেননি।কিন্তু তাপস ফুল বদল করতেই এদিন রাতে অভিষেক এক্স হ্যান্ডেলে ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতিকে নিশানা করেছেন। তাপসের উদ্দেশে অভিষেক বলেন, 'বিজেপির ওয়াশিং মেশিন ফের সক্রিয় হয়েছে। বাড়িতে ইডির তল্লাশির দু'মাসের মধ্যে তাপস রায় বাংলা বিরোধী গ্যাংয়ে যোগ দিলেন।' অভিষেকের সমালোচনার মুখে তাপসও পাল্টা যুক্তি দিয়েছেন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতার বক্তব্য, 'যে দিন ইডির তল্লাশি হয়েছিল, সেদিন কি অভিষেক এজেন্সির অভিযানের নিন্দা করেছিলেন? কেন আমার বাড়িতে ইডি এল, তা নিয়ে একবারও কি অভিষেক আমার সঙ্গে কথা বলেছেন? ইডি অভিযানের যদি কোনও ভিত্তি থাকে, তা হলে দল পদক্ষেপ করতে পারত। সেই পদক্ষেপ কি তৃণমূল করেছিল?'

    তৃণমূলে থাকার সময়ে যে ভাবে দলের প্রতি আনুগত্য দেখিয়ে কাজ করেছেন তিনি, বিজেপিতেও সেভাবেই কাজ করবেন বলে এ দিন যোগদানের পর প্রতিশ্রুতি দিয়েছেন তাপস। পোড়খাওয়া এই নেতা পদ্মফুলে এলেও তাঁকে সাংগঠনিক দায়িত্ব অথবা লোকসভা ভোটে টিকিট দেওয়া হবে কি না, তার কোনও আভাস এ দিন অন্তত প্রকাশ্যে সুকান্ত-শুভেন্দুরা দেননি। যদিও তৃণমূলের একাংশ মনে করছে, দমদম লোকসভা কেন্দ্রে তাপসকে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির। তাপসের পর আজ, বৃহস্পতিবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করতে চলেছেন।

    লোকসভা ভোটের মুখে বিজেপিতে যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের টিকিট দেওয়া সমীচীন কি না, এনিয়ে এদিনই প্রশ্ন তুলেছেন বিজেপির তাত্ত্বিক নেতা স্বপন দাশগুপ্ত। তাপসের বিজেপিতে যোগ দেওয়ার কয়েক মিনিট আগে এক্স হ্যান্ডেলে স্বপন লেখেন, 'প্রধানমন্ত্রীর ভাবমূর্তির কারণে অন্য দল ও সংগঠনের নেতারা আকৃষ্ট হবেন, এটা প্রত্যাশিত এবং তাঁরা তাঁদের রাজনৈতিক অবস্থান বদল করতে পারেন। যাঁরা রাজনৈতিক অবস্থান বদল করতে চান, তাঁদের জন্য বিজেপির দরজা খোলা রাখা উচিত। কিন্তু প্রশ্ন হলো, এঁদের কি সঙ্গে সঙ্গে ভোটের টিকিট দেওয়া উচিত? ২০২১ সালে পশ্চিমবঙ্গে আমাদের অভিজ্ঞতা কিন্তু সন্তোষজনক নয়।'

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষ জুটির ঢালাও যোগদান করানো নিয়ে গেরুয়া শিবিরে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। ভোটের ফল প্রকাশের কয়েক মাস পর থেকে মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ একদল নেতা ফের তৃণমূলে ফিরে যান। রাজনীতির বাইরের জগৎ থেকে যাঁরা বিজেপিতে এসেছিলেন, তাঁদের অনেকেও ভোটের পর গেরুয়া শিবির থেকে জোড়াফুলের ছায়ায় ফেরেন। লোকসভা ভোটের আগে তাপসের যোগদানের দিনেই বিজেপিতে ফের এই বিতর্ক উস্কে দিলেন স্বপন।

    যদিও তাপসের যোগদান সভাতেই শুভেন্দু বলেন, 'তাপসদা যখন ছাত্র পরিষদের সভাপতি ছিলেন, তখন আমি তাঁর তত্ত্বাবধানে কাজ করেছি। কলকাতায় আমাদের অনেক দক্ষ কর্মী থাকলেও প্রাজ্ঞ নেতৃত্বের প্রয়োজন ছিল। তাপসদা তা পূরণ করবেন। তাপসদার প্রতি বরাহনগর থেকে কলকাতার নেতা-কর্মীদের সমর্থন রয়েছে জেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

    সুকান্তর বক্তব্য, 'যাঁরা বিজেপিতে যোগদানে আগ্রহী, তাঁদের মধ্যে থেকে বেছে বেছে আমরা নেব। তাপস রায় স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করেছেন বলে তিনি বিজেপিতে যোগদান করেছেন।' তাপস বিধায়ক পদ থেকে ইস্তফাপত্র জমা দিলেও সেই ইস্তফাপত্রের বয়ান বিধানসভার কার্যবিধি মোতাবেক না হওয়ার প্রশ্ন তুলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে সঠিক বিধি অনুসরণ করতে বলেছেন।
  • Link to this news (এই সময়)