• CPIM West Bengal : ক’দিন অপেক্ষা? আংশিক লিস্ট ঘোষণা করতে পারে সিপিএম
    এই সময় | ০৭ মার্চ ২০২৪
  • প্রসেনজিৎ বেরাবাংলায় জোট নিয়ে কংগ্রেস টালবাহানা বজায় রাখলে লোকসভা নির্বাচনের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করবে সিপিএম। রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে যে কেন্দ্রগুলিতে কংগ্রেসের জনভিত্তি ও সাংগঠনিক ক্ষমতা নগণ্য সেই আসনগুলির প্রার্থী তালিকা বামেরা ঘোষণা করবে—এমনটাই প্রাথমিকভাবে ঠিক করে ফেলেছেন বাম নেতৃত্ব। এআইসিসি সবুজ সংকেত না দেওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে জোট নিয়ে আনুষ্ঠানিক আলোচনা এখনও শুরু করতে পারেননি।

    যদিও ঘরোয়া স্তরে সেলিমের সঙ্গে অধীরের একাধিকবার কথা হয়েছে। সেই ইনফর্মাল আলোচনায় কংগ্রেস পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন আসনে লড়াই করতে আগ্রহী, তাও মোটামুটি সিপিএম নেতৃত্ব বুঝেছেন। তাই এআইসিসি জোট নিয়ে দোলাচলে থাকলে যে আসনগুলিতে কংগ্রেস লড়াই করতে আগ্রহী নয়, সেই লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা সিপিএম প্রথমে ঘোষণা করে দেবে।

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস দুই শিবির শূন্য হয়ে গেলেও মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেসের ট্রাডিশনাল জনভিত্তি রয়েছে। পশ্চিমবঙ্গে যদি বাম-কংগ্রেস জোট হয়, তা হলে আসন নিয়ে দর কষাকষি এই তিনটি জেলায় হবে। বহরমপুর, মালদা দক্ষিণ লোকসভা কংগ্রেসের হাতে থাকায় মূলত রায়গঞ্জ, মালদা উত্তর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর আসন নিয়ে বাম-কংগ্রেসের মধ্যে দর কষাকষি হতে পারে।

    এছাড়া প্রদেশ কংগ্রেস নেতৃত্ব দার্জিলিং, পুরুলিয়া লোকসভা কেন্দ্রেও লড়াই করতে আগ্রহী। প্রদেশ কংগ্রেস ও বাম নেতৃত্বের মুখোমুখি আলোচনায় বসিরহাট ও কৃষ্ণনগর লোকসভা নিয়েও দর কষাকষি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আলিমুদ্দিন স্ট্রিট নওশাদ সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেও জোটে রাখতে আগ্রহী। নওশাদ আগেই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে লড়াই করার কথা ঘোষণা করেছেন। আইএসএফ বামেদের কাছে বসিরহাট লোকসভা কেন্দ্রও দাবি করতে পারে।

    যদিও প্রকাশ্যে নওশাদের দল ২২টি আসনে লড়াই করার পক্ষে সওয়াল করেছে। রাজ্যের ২৭টি লোকসভা কেন্দ্রে দলীয় পর্যবেক্ষকের নাম আইএসএফ ঘোষণা করেছে। কিন্তু আইএসএফ নেতাদের এই দাবির সঙ্গে বাস্তবের মাটিতে এই দলের জনভিত্তির কোনও সাযুজ্য নেই বলে সিপিএম নেতৃত্বের পর্যবেক্ষণ। যদিও বিজেপি ও তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে একজোট করতে আইএসএফ-কে কয়েকটি লোকসভা কেন্দ্র ছাড়তে আলিমুদ্দিন স্ট্রিটের আপত্তি নেই।

    সিপিএমের হিসেবে কংগ্রেস অথবা আইএসএফের দর কষাকষির কোনও সুযোগ নেই এমন অন্তত ২০-২৫টি লোকসভা কেন্দ্র রয়েছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির এক সদস্যর কথায়, ‘বিজেপি আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তৃণমূল তাদের ব্রিগেড সমাবেশের দিনে অথবা তার কয়েক দিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। ফলে কংগ্রেস সিদ্ধান্ত নিতে আরও দেরি করলে বামফ্রন্ট আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করবে।’

    কংগ্রেস হাইকম্যান্ড পশ্চিমবঙ্গ নিয়ে কী ভাবছে, তা এখনও তাঁর জানা নেই বলে অধীর এ দিনও দাবি করেছেন। তাঁর কথায়, ‘কবে প্রার্থী তালিকা ঘোষণা হবে, আমার জানা নেই। এগুলো এআইসিসি জানায়।’ আর সেলিমের বক্তব্য, ‘সিপিএমের প্রার্থী তালিকা তৈরি রয়েছে। আগামী শুক্রবার বামফ্রন্টের বৈঠকে শরিক দলগুলির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে। কংগ্রেসের সঙ্গে ফর্মালি আলোচনা শুরু হয়নি। মতামতের আদানপ্রদান চলছে। বিজেপি-তৃণমূল বিরোধী বৃহত্তম ঐক্য গড়তে ধৈর্য ধরে অন্য দলগুলির সঙ্গে কথা বলা হচ্ছে।’
  • Link to this news (এই সময়)