• খালি গায়ে পুজোয় মানা! দর্শনার্থী নয়, পুরোহিতদের জন্য পোশাক বিধি চালু এই মন্দিরে
    এই সময় | ০৭ মার্চ ২০২৪
  • সাম্প্রতিক সময়ে দেশের বেশ কয়েকটি মন্দিরে চালু হয়েছে দর্শনার্থীদের জন্য পোশাক বিধি। দর্শনার্থীরা কোন পোশাক করে মন্দিরে প্রবেশ করতে পারবেন আর কোন পোশাক পরে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা না তা নিয়ে বিবৃতি জারি করা হয়েছে মন্দির কর্তৃপক্ষগুলির তরফে। তবে মন্দিরে পুরোহিতদের জন্য পোশাকবিধি চালু হয়েছে এমনটা বিশেষ চোখে পড়েনি। এবার সেই তালিকায় জুড়ল মধ্যপ্রদেশের উমারিয়া জেলার বিখ্যাত মা বিরসানি দেবী মন্দিরের নাম। এই মন্দিরে এবার পুরোহিত, পাণ্ডা, সাফাইকর্মীদের জন্য পোশাক বিধি চালু হয়েছে।সম্প্রতি বিরসানি দেবীর মন্দিরে পুরোহিত ও পাণ্ডাদের জন্য চালু হয়েছে নয়া পোশাক বিধি। নয়া নিয়ম অনুযায়ী মন্দিরে পাণ্ডা ও পুরোহিতরা খালি গায়ে পুজো করতে মন্দিরে প্রবেশ করতে পারবেন না। বিরসানি দেবী মন্দিরের স্টিয়ারিং কমিটির সেক্রেটারির তরফে এই বিষয়ে বিবৃতি জারি হয়েছে। তবে মন্দিরে পূজারিদের জন্য নয়া পোশাক বিধিতে অনেকেই অসন্তুষ্ট। পোশাক বিধির বিষয়টি যে মোটেও পছন্দ হয়নি তা একাধিক পূজারির সঙ্গে কথা বলে জানা গিয়েছে।

    মন্দির পরিচালনা কমিটির জারি করা বিবৃতিতে উল্লেখ, প্রায়শই দেখা যায় বিরসানি দেবী মন্দিরে পাণ্ডা, পুরোহিত এবং আচার্যরা পোশাক ছাড়াই মন্দির চত্বরে এবং গর্ভেগৃহে পুজোর জন্য প্রবেশ করেছেন। সাফাইকর্মীরাও পোশাক ছাড়াই মন্দিরে চত্বরে কাজ করেন। সেই কারণে কর্মচারী ও দর্শনার্থীদের চিহ্নিতকরণে সমস্যা তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরাও। সেই কারণেই মন্দিরের পুরোহিতদের জন্য পোশাক বিধি চালু হল।

    কেমন হবে পোশাক বিধি?

    স্টিয়ারিং কমিটির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পুরোহিত ও আচার্যদের জন্য হলুদ ধুতি ও হলুদ কুর্তা পরা বাধ্যতামূলক। অন্যদিকে পাণ্ডাদের পকরতে হবে লাল ধুতি এবং লাল কুর্তা। এছাড়াও মন্দির চত্বরে সাফাইকর্মীদের ক্ষেত্রে মহিলাদের জন্য নীল শাড়ি ও পুরুষদের জন্য নীল শার্ট ও প্যান্ট পরা বাধ্যতামূলক করা হয়েছে।

    মন্দিরের দর্শনার্থীদের পোশাক বিধি?

    তবে এখনও পর্যন্ত মন্দিরের আগত দর্শনার্থীদের জন্য কোনও পোশাক বিধি চালু হয়নি। ভক্তরা সাধারণ পোশাকেই প্রবেশ করতে পারবেন মন্দির। তবে মন্দির কর্তৃপক্ষের মতে, মন্দির প্রাঙ্গনে বিতর্কিত বা খুব ছোট পোশাক পরে প্রবেশ না করাই ভালো।

    প্রসঙ্গত, নতুন বছরের প্রথম দিন থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে জারি হয়েছে পোশাক বিধি। ভক্তরা হাফ প্যান্ট, শর্টস, ছেঁড়া জিন্স, স্কার্ট এবং স্লিভলেস পোশাক পরে মন্দিরের ভিতর প্রবেশ করা যাবে না। এছাড়াও ভারতের আরও বেশ কয়েকটি মন্দিরে ভক্তদের জন্য পোশাক বিধি চালু হয়েছে।
  • Link to this news (এই সময়)