• Narendra Modi News: ঝরঝরে বাংলায় প্রধানমন্ত্রী মোদীর ভাষণ, কোথায় পাবেন এআই বক্তৃতা?
    এই সময় | ০৭ মার্চ ২০২৪
  • যতই দিন এগোচ্ছে ততই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ছাপ রাখছে দৈনন্দিন জীবনে। কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিমধ্যে প্রয়োগ করাও শুরু হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে। সামনেই লোকসভা নির্বাচন। ৩৭০ আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। সেই লক্ষ্যপূরণে বাংলা ও দক্ষিণ ভারতের বিজেপি বিরোধী দলগুলিকে হারাতে গেরুয়া শিবির মরিয়া। নজরে রয়েছে বাংলা ও দক্ষিণ ভারতের ২৪০ আসন। লক্ষ্য অর্জনে নয়া রণকৌশল ঠিক করেছে গেরুয়া বিগ্রেড। ভোটের ময়দানে প্রযুক্তিকে ব্যবহার আগেও বাজিমাত করেছেন মোদী। এবারও কাজে লাগানো হচ্ছে এআই প্রযুক্তিকে। বিভিন্ন ভাষাভাষির ভোটারকে আরও কাছে পেতে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা AI প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে বিজেপি। একাধিক রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ প্রচারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমেই মোদীর ভাষণ আঞ্চলিক ভাষায় অনুবাদ করে শোনানো হবে সাধারণ মানুষকে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ভাষণ মিলছে আটটি ভিন্ন ভাষায় উপলব্ধ একাধিক সোশ্যাল মিডিয়ার সৌজন্য়ে। বিজেপি দাবি, বিশ্বে প্রথমবার এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে এরকম ভাবে কোনও প্রধানমন্ত্রীর বক্তব্য একাধিক ভাষায় অনুবাদ করা হচ্ছে।গত বছর ডিসেম্বর মাসে উত্তর প্রদেশের বারাণসীতে দেওয়া ভাষণ এআই প্রযুক্তির ব্যবহার করেন প্রধানমন্ত্রী। সেই সময় কাশী তামিল সঙ্গম-এ শ্রোতাদের উদ্দেশ্যে হিন্দিতেই ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যা অল্প সময়ের মধ্যেই তামিল ভাষায় অনুবাদ করা হয়। প্রধানমন্ত্রী সেসময় বলেছিলেন, 'এটি এক নতুন সূচনা। এবার আমার পক্ষে আপনাদের কাছে পৌঁছনোর বিষয়টি আরও সহজ হবে বলে আশা রাখছি।' এভাবে দক্ষিণের ভাষায় মোদীর ভাষণ অনুবাদ করে কি আদৌ মানুষের কাছাকাছি পৌঁছনো যায় বা কোনও লাভ হয়? স্থানীয়দের উপর প্রভাব পড়ে? এর উত্তরে তেলেগু দেশম পার্টির রঘুরামাকৃষ্ণ রাজু বলেন, 'বিষয়টি ব্যাপক প্রভাব পড়বে। কারণ দক্ষিণের মানুষ স্থানীয় ভাষা পছন্দ করে। প্রধানমন্ত্রীর মোদীর মতো একজন উজ্জ্বল ব্যক্তিত্ব মন জয় করবে তেলেগুদের। ' প্রসঙ্গত, তাঁর দল টিডিপির সঙ্গে বিজেপির জোট সম্ভাবনা তৈরি হয়েছে।

    কোথায় মিলছে এআই প্রযুক্তির সাহায্যে অনুবাদ করা প্রধানমন্ত্রীর ভাষণ?

    প্রধানমন্ত্রী ভাষণ বর্তমানে মিলছে বাংলা, কন্নড়, তামিল, তেলেগু, পঞ্জাবি, মারাঠি, ওড়িশা, মালায়লম ভাষাতে। অঞ্চল বিশেষে দলের এক্স হ্যান্ডেলে মিলছে ভাষণগুলি। এআই প্রযুক্তির সাহায্যে প্রধানমন্ত্রীর ভাষণের অনুবাদের ভিডিয়ো দলের আইটি সেলের তরফে ছড়িয়ে দেওয়া হচ্ছে। উল্লেখ্য লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে রাজ্যে একাধিক জনসভা করেন প্রধানমন্ত্রী। সেসব রাজ্যগুলিতে প্রধানত হিন্দিতেই ভাষণ দেন নমো। ভাষণের শুরুতে দু'একটা বাক্য সেখানকার ভাষায় বললেও বাকি পুরো অংশ বলেন হিন্দিতেই। তবে রাজ্য বিশেষে সেখানকার মানুষের কাছাকাছি পৌঁছতে সেই ভাষণগুলিতে এআই প্রযুক্তির সাহায্যে অনুবাদের পন্থা অবলম্বন করছে বিজেপি।

    প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ভাষণ যে সব রাজ্যে অনুবাদ করে শোনানো হবে সেগুলির মধ্যে রয়েছে বাংলা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ওড়িশা, কর্নাটক, পঞ্জাব ও মহারাষ্ট্র। এই সব রাজ্য মিলিয়ে লোকসভায় আসন রয়েছে ২৪০টি। পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, এই সব রাজ্যে বিজেপি বিরোধী ও NDA জোট সেভাবে সুবিধা করতে পারেনি। তাই বিজেপি শীর্ষ নেতৃত্বের এবার পাখির চোখ এই রাজ্যগুলি। দুর্বল রাজ্যগুলিতেই শক্তি খুঁটি পুঁততে চাইছে গেরুয়া শিবির। আর তার জন্য চাই লাগাতার প্রচার। সেই জন্য়ই প্রধানমন্ত্রীর ভাষণকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে মানুষের আরও বেশি কাছাকাছি পৌঁছতে চাইছে বিজেপি। কারণ ভাষার মাধ্যমেই মানুষের কাছাকাছি পৌঁছনোর যায়। বাংলা ও দক্ষিণে সব রাজ্যের মোদীর ভাষণকে আঞ্চলিক ভাষায় অনুবাদ করে কেল্লাফতে করতে চাইছে কেন্দ্রের শাসক দল। তার জন্যই কাজে লাগানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিতে। এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মোদীর হিন্দি ভাষণ অনুবাদ করা হচ্ছে বাংলা, মারাটি, কন্নড়, তামিল, তেলেগু, মালায়লম, ওড়িয়া ও পঞ্জাবি ভাষায়। গত লোকসভা নির্বাচনে ২০১৯ সালে দক্ষিণ ভারতের ১২৯টি আসনের মধ্যে ২৯টি আসনে জিতেছে বিজেপি। এবার লোকসভা নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে, প্রযুক্তির ব্যবহার করে আসন সংখ্য়া বাড়ানোর বিষয়ে আশাবাদী গেরুয়া শিবির।
  • Link to this news (এই সময়)