• Trinamool Congress: মাই লর্ড! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের মুহূর্তে মোক্ষম খোঁচা তৃণমূলের
    এই সময় | ০৭ মার্চ ২০২৪
  • বৃহস্পতিবার, বাঙালিদের বিশ্বাস এই দিনটা শুভ। আর এইদিনেই বেলা ১২টা ৪৩ মিনিটে বঙ্গ রাজনীতির ইতিহাসে লেখা হল নয়া অধ্যায়। বিচারব্যবস্থার সঙ্গে সম্পর্কে দাঁড়ি টেনে 'মোদী সৈনিক' হিসেবে আত্মপ্রকাশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।ভোট যুদ্ধে কি হাতিয়ার শুধু বাক্য-গলার স্বর? তা হতে যাবে কেন! চিন্তা, ভাবনা আর 'হটকে' ভাবনা দিয়েও প্রতিপক্ষকে চিৎপটাং করানো সম্ভব নাকি! ঠিক যেমন টেনিদা সহ চার মূর্তি উলটে দিয়েছিল বিরাট বপুওয়ালা স্বামী ঘুটঘুটানন্দকে। রাজনীতির সঙ্গে মিম এবং আক্রমণের নিখাদ ‘কম্বো’ দেখা গেল তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অনেকে বলছে মিম পেজও নাকি ডাহা ফেল! যদিও ‘কী আসে যায়’, ‘থোড়াই কেয়ার করি’ ভাবনা বিজেপি নেতাদের মধ্যে।

    গৌরচন্দ্রিকা ছেড়ে মোদ্দা কথায় আসা যাক-

    এই বিষ্যুদেই আবার তৃণমূলের সোশ্যাল মিডিয়া থেকে একটি পোস্ট শেয়ার করা হয়-সেখানে লেখা 'মাই লর্ড'। কিন্তু, L এবং RD-র মধ্যে কোথাও যেন হঠাৎ করে কোনও এক ইনস্টলমেন্টের সৌজন্যে O-এর জায়গায় হাজির পদ্মফুল। চোখ টেপা ইমোজি দিয়ে ক্যাপশানেও কেরামতি- 'যদি জানেন, তাহলে জানবেন...'

    মোদ্দা কথায়, খোলসা করে সবটা না বলেও পুরোটা বলে দেওয়া। নাম থাকল না, ‘ফুল’ দিয়েই ‘কুল আক্রমণ’। অতঃকিম রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ঠোঁটে মিচকি হাসি।

    সত্যিই কি দূর দূরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক আছে?

    তৃণমূলের পেজ থেকে করা এই পোস্টের সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ আছে কিনা, তা পাঠকের উপরেই থাক!

    Abhijit Gangopadhyay News : কংগ্রেসকে কটাক্ষ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    এদিন রাজনৈতিক মহল সরগরম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে। আর এরই প্রেক্ষিতে সরব হয়েছেন শশী পাঁজা। তৃণমূল নেত্রী বলেন, 'যখন বিভিন্ন মামলাগুলি তাঁর এজলাসে চলছিল সেই সময় চলছিল রাজনৈতিক মন্তব্যও। বিচারপতির আসন আপনাকে রক্ষাকবচ দিয়েছিলেন। কিন্তু, এর বাইরে একাধিক উক্তি করেন। আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে, বিচারপতি থাকাকালীন তাঁকে রাজনৈতিক দল যোগাযোগ করেছিল, তিনিও করেছিলেন।’

    শশী পাঁজা আরও বলেন, ‘ওঁকে অসহিষ্ণু মনে হচ্ছে। মনে হচ্ছে অনেক তাড়ায় রয়েছেন।’ এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেছিলেন, ‘দল যা দায়িত্ব দেবে তা নিষ্ঠা ভরে পালন করব।’ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি রাজনীতিতে এসেছেন বলে জানান তিনি।
  • Link to this news (এই সময়)