• iPhone : ফিল্মি কায়দায় ১০ কোটির আইফোন লুটের ঘটনায় এবার CID তদন্তের নির্দেশ হাইকোর্টের
    এই সময় | ০৭ মার্চ ২০২৪
  • চেন্নাই থেকে একটি ট্রাকে করে ১৫০০টি আইফোন আসছিল বাংলায়। কিন্তু, সেই চলন্ত ট্রাক থেকে কিছুটা ফিল্মি কায়দাতে উধাও হয়ে যায় প্রায় ১০ কোটি টাকার আইফোন। চেন্নাই থেকে বাংলায় প্রবেশ করার পরেই ওই ফোনগুলি চুরি হওয়ার অভিযোগ ওঠে। চুরির ঘটনাটি ঘটেছিল ২৮ সেপ্টেম্বর।গত বছর এই ঘটনার পর মাত্র সাতটি আইফোন উদ্ধার করতে পেরেছে পুলিশ। এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা। এবার এই মামলাটির প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত তদন্তের দায়িত্ব জেলা পুলিশ থেকে CID-কে হস্তান্তরের নির্দেশ দিলেন বৃহস্পতিবার।

    এর আগে জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই গোটা ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, পরিবহণ সংস্থাটির ট্রাকের গতিপ্রকৃতি জানার জন্য একটি অত্যাধুনিক জিপিএস সিস্টেম ব্যবহার করা হত। যার ফলে কোনও নির্দিষ্ট জায়গায় যদি ট্রাকটি পাঁচ মিনিটের জন্য থামে সেক্ষেত্রে বার্তা পাঠানো হত পরিবহণ সংস্থার অফিসে। এরপরেই সংস্থার মূল কার্যালয় থেকে পদক্ষেপ করা হত।

    ট্রাকটি প্রসঙ্গে সংস্থার তরফে জানানো হয়, ২৮ সেপ্টেম্বর ভোরে তা পশ্চিম মেদিনীপুরের নয়া বাজার এলাকার একটি পেট্রল পাম্পে পাঁচ মিনিট ধরে পার্ক করা ছিল। এরপর চালকের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু, তিনি ফোন তোলেননি। প্রায় ৪৫ মিনিট পর ডেবরা থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেখে আইফোন চুরি হয়ে গিয়েছে। ওই ট্রাকের চালক এবং হেল্পার কেউই ছিলেন না গাড়িতে।

    এরপরেই ঘটনাটির তদন্তে নামে পুলিশ। অভিযোগ, এই ঘটনায় ১০ অক্টোবর FIR নথিভুক্ত করা হয়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারা যায়নি। ঘটনায় পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়ে সংশ্লিষ্ট পরিবহণ সংস্থা। গত বৃহস্পতিবার তাঁর আইনজীবীর বক্তব্য ছিল, এই কোম্পানিতে দেশজুড়ে পরিবহণ পরিষেবা দিয়ে থাকে। আর এই ক্ষেত্রে তাদের যথেষ্ট সুনামও রয়েছে। কিন্তু, এই কোটি কোটি টাকার আইফোন চুরির ঘটনায় সংশ্লিষ্ট সংস্থার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এই মামলায় আগে জেলা পুলিশ সুপারের পর্যবেক্ষণে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মামলাটির পরবর্তী শুনানি হয় বৃহস্পতিবার। এই দিনই আই ফোন চুরির ঘটনার তদন্তভার CID-র হাতে তুলে দিলেন বিচারপতি। সেই মোতাবেক শীঘ্রই তদন্ত শুরু করতে চলেছে এই গোয়েন্দা সংস্থা।
  • Link to this news (এই সময়)