বেহালায় অস্বাভাবিক মৃত্যু মহিলার, ১০০-তে ফোন স্বামীর, পুলিশের সন্দেহ তাঁর উপরেই
এই সময় | ০৭ মার্চ ২০২৪
মহিলার অস্বাভাবিক মৃত্যু। স্বামীর বিরুদ্ধে উঠল খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কলকাতার বেহালা রাজা রামমোহন রায় রোডের একটি বাড়িতে। ১০০ নম্বর ডায়াল করে স্বামী নিজেই খবর দেন কলকাতা পুলিশে। পুলিশ সূত্রে খবর, দোষ কবুল করেছেন ওই ব্যক্তি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতা মহিলার নাম সমাপ্তি দাস, বয়স ২৮ বছর। মহিলার স্বামী বছর ৪১ - এর কার্তিক দাস। দম্পতির একটি ১২ বছরের কন্যা এবং ৫ বছরের পুত্র সন্তান রয়েছে রয়েছে। গত এক বছর ধরে বেহালার রাম মোহন রায় রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। সেখানেই কার্তিক স্ত্রীকে খুন করেছেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১টা নাগাদ ১০০ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন কার্তিক। তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মৃতদেহের পাশে বসে রয়েছেন তিনি। যদিও ঘটনাস্থলে গিয়ে কার্তিকের দুই সন্তানকে দেখতে পায়নি পুলিশ।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দুই সন্তানের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছেন কার্তিক। ঘটনা ঘটার অনেক পরে খবর দিয়েছেন পুলিশকে। তার আঘে কিছু গুরুত্বপূর্ণ কাজও তিনি সম্পন্ন করে থাকতে পারেন। ইতিমধ্যেই গোটা ঘটনাস্থল খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
এদিকে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই মহিলা। সেই বিষয়টিই জেনে যান কার্তিক। তার জেরেই প্রতিদিন পারিবারিক বিবাদ হত দম্পতির মধ্যে। আর সেই কারণেই শ্বাসরোধ করে নিজের স্ত্রীকে ওই ব্যক্তি খুন করেছেন বলে অভিযোগ। তারপর ১০০ নম্বর ডায়াল করে নিজেই পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে পাকড়াও করে। বৃহস্পতিবার ঘটনার তদন্তে এলাকায় পৌঁছয় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ।