তৃণমূলের আক্রমণের জের? আসানসোলে প্রার্থী বদলের কারণ খোলসা রাজনাথ সিংয়ের
এই সময় | ০৭ মার্চ ২০২৪
কয়েক দিন আগেই প্রকাশিত হয়েছে বিজেপি প্রথম প্রার্থী তালিকা। প্রথম তালিকায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। প্রার্থী তালিকায় ছিল আসানসোলের বিজেপি প্রার্থীর নামও। আসানসোল আসন থেকে ভোজপুরী সুপারস্টার পবন সিংকে প্রার্থী করে গেরুয়া শিবির। চারদিকে যখন নয়া এই গেরুয়া প্রার্থীকে আলোচনা চলছে জোরকদমে ঠিক সেই সময় আচমকা ভোটে না লড়ার ঘোষণা। তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ভোটে না লড়ার ইচ্ছা প্রকাশ করেন পবন। যার জেরে খানিক বিড়ম্বনায় পড়ে দলও। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসানসোলের প্রার্থী পবন সিং সরে দাঁড়ান বলে জানা যায় বিজেপি সূত্রে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কোনও আসন থেকে কাউকে প্রার্থী ঘোষণা করার পর তিনি যদি সেই আসন থেকে সরে দাঁড়ান তবে দলের কী করণীয় থাকে তাও জানিয়েছেন রাজনাথ।সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিভিটির ডিফেন্স সামিটে অংশ নিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সামিটে প্রতিরক্ষামন্ত্রীর গলায় উঠে এসেথে একজন নেতার সফল হওয়ার জন্য সমাজের প্রতিটি বিভাগের প্রতি সংবেদনশীলতার প্রয়োজনীয়তা কথা। কথায় কথায় উঠে আসে বঙ্গের আসানোসোল লোকসভা কেন্দ্রের প্রসঙ্গ। নাম ঘোষণার পরও সরে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী পবন সিং। সাফ জানিয়েছেন, 'ভোটে লড়তে চান না।' দলের তরফে এমন পরিস্থিতিতে কী করণীয় থাকে? উত্তরে রাজনাথ বলেন, 'আমাদের কিছু করার ছিল না। উনি নিজের ইচ্ছাতেই ভোটে লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।'
প্রসঙ্গত প্রথম দফায় বিজেপির প্রার্থী ঘোষণা এক দিনের মধ্য়েই আসানসোলের বিজেপি প্রার্থী তাঁর নিজস্ব এক্স হ্যান্ডেলে ভোটে লড়ার বিষয়ে অনিচ্ছা প্রকাশ করেন। আসানসোল আসন থেকে না লড়ার বিষয়ে পবন অবশ্য 'ব্যক্তিগত কারণ'-কেই খাড়া করেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। পার্টি আমাকে বিশ্বাস করে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছিল। কিন্তু কোনও কারণ বশত আমি আসানসোল থেকে লড়াই করতে পারব না।'
Lok Sabha Election 2024 : আসানসোলের বিজেপি প্রার্থী হতে নারাজ, কে এই পবন সিং?
অন্যদিকে লোকসভা নির্বাচনে লখনউ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। আসানসোলের বিষয়টি নিয়ে রাজনাথ বলেন, 'আমরা সুস্থ গণতন্ত্রের জন্য় কাজ করি। দলের কর্মী হোক বা অন্য কেউ, এমন কিছু বলা বা করা উচিত নয় যা কোনও ব্যক্তি, সমাজের অংশ বা জাতির জন্য অবমাননাকর হতে পারে। আমাদের কিছু করার ছিল না। উনি স্বইচ্ছাতেই নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।'
পবন সিংয়ের নাম ঘোষণার পর থেকেই আসানসোলের বিজেপি প্রার্থীকে নিয়ে তুমুল আলোচনা হয়। রাজনীতির কারবারিদের একাংশের মতে, বিশিষ্টজন থেকে রাজ্যের শাসকদল, সকলেই 'ললিপপ' গায়কের নিন্দায় সরব। অভিযোগ, বাংলার মহিলাদের নিয়ে তিনি 'যৌন উদ্দীপক', নারী 'বিদ্বেষী' গান গেয়েছেন। গুঞ্জন, দলের অন্দরেই নাকি আসানসোলের প্রার্থী বদলের দাবি ওঠে। দ্রুত ওই আসনে অন্য কাউকে প্রার্থী করা দাবি জানান তথাগত রায়। প্রসঙ্গত, ভোজপুরি ছবির নায়ক-গায়ক পবন সিংহ যে বাঙালি মহিলাদের 'অপমান' করেছেন, তা প্রথম সর্বসমক্ষে এনেছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা অধুনা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।