• এনবিএসটিসি কর্মীদের মাইনে বাড়াল সরকার, এপ্রিল থেকেই লাগু
    এই সময় | ০৭ মার্চ ২০২৪
  • ভোটের আগেই সুখবর। আরও একবার বেতন বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)-এর অস্থায়ী কর্মীদের বেতন বাড়ান হল। মোট ২৯৩ জন কর্মীর এক হাজার টাকা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আগামী এপ্রিল মাস থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অস্থায়ী কর্মীরা বর্ধিত এই বেতন পাবেন বলে জানা গিয়েছে।প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। তার মাঝে অস্থায়ী, চুক্তিভিক্তিক প্রায় ২ হাজার কর্মীদের বেতন হঠাৎ করেই ২ হাজার টাকা করে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকী সেই বেতন এখনও ঠিক হয়নি। এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করে কর্মী ইউনিয়নগুলি। সেই আন্দোলনের মাঝেই প্রায় তিনশো কর্মীর এই বেতন বৃদ্ধি সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই বেতন বৃদ্ধি সিদ্ধান্ত বলে মনে করছেন কেউ কেউ।

    এই প্রসঙ্গে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বুধবার সংবাদমাধ্যমে জানান, সংস্থার নিজস্ব ঠিকা শ্রমিক, নিরাপত্তারক্ষী সহ প্রায় ৩০০ জনের বেতন বাড়ান হচ্ছে। তাঁরা এতদিন প্রত্যেক মাসে সাত হাজার টাকা করে বেতন পেতেন। আগামী এপ্রিল মাস থেকে সেটা বাড়িয়ে আট হাজার টাকা করা হচ্ছে।

    পার্থপ্রতিম রায় বলেন, 'ওঁরা খুব নূন্যতম সাম্মানিক পেত। আমরা বারংবার সিদ্ধান্ত নিয়ে কিছু কিছু করে বাড়িয়েছি, এবং শ্রম আইনের নিয়ম অনুযায়ী তাঁদের যাতে বেতন দেওয়া সম্ভব হয়, সেটার লক্ষ্যে আমরা পৌঁছচ্ছি। তবে একবারে সেটা সম্ভব নয়। তাই আমরা ধাপে ধাপে কখনও ৫০০, কখনও ১০০০ বাড়িয়েছি। আমার আবার সিদ্ধান্ত নিলাম আগামী পয়লা এপ্রিল থেকে তাঁদের আরও ১ হাজার টাকা অতিরিক্ত সাম্মানিক দেওয়া হবে।' আগামীদিনে ৯ হাজার বা ১০ হাজারে পৌঁছনর চেষ্টা করা হবে বলেও জানান পার্থপ্রতিম।

    এই বিষয়ে নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের তরফে জানান হয়েছে, কর্মীদের বেতন বৃদ্ধি, সরকারি সুযোগসুবিধা নিয়ে আন্দোলন চালান হচ্ছে। বর্তমান সময়ে এই বেতন দিয়ে কারও পক্ষেই সংসার চালান সম্ভব নয়। সংগঠনের দাবি, এক হাজার টাকা না বাড়িয়ে, মাসে ন্যূনতম বেতন অন্ত ২৬ হাজার টাকা বেতন করা হোক। যদিও এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানিয়েছে নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন।
  • Link to this news (এই সময়)