Krishnanagar Incident: বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার দম্পতির মৃতদেহ
এই সময় | ০৭ মার্চ ২০২৪
এই সময়, কৃষ্ণনগর: খাটের ওপরে স্ত্রীর মৃতদেহ পড়ে। আর পাশের ঘরে স্বামীর ঝুলন্ত দেহ। ভিতর থেকে বন্ধ বাড়ির দরজা। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার হলো নদিয়ার রানাঘাটে। বুধবার সকাল এগারোটা নাগাদ স্থানীয় কোর্ট পাড়ার সরকার বাড়ি থেকে এই জোড়া মৃতদেহ উদ্ধার করে রানাঘাট থানার পুলিশ। মৃত দম্পতির নাম হেমন্ত সরকার (৭২) ও প্রতিমা সরকার (৬৭)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বয়সজনিত অসুস্থতা বা পারিবারিক কোনও কারণে স্ত্রীকে খুন করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ। একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ।বাড়ির পরিচারিকা অমিতা দাস বলেন, ‘অন্য দিনের মতো বুধবার সকালেও এ বাড়িতে কাজে এসেছিলাম। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অনেক ডেকেও সাড়া না পেয়ে সে সময় অন্য একটি বাড়িতে কাজে চলে যাই । পরে ফের এ বাড়িতে কাজে এসে দেখি, তখনও দরজা একইভাবে বন্ধ রয়েছে। পাশের একটি জানলা দিয়ে উঁকি মেরে দেখতে পাই, মেজবৌদি খাটে শুয়ে রয়েছেন। কিন্তু সাড়া দিচ্ছেন না। তখন প্রতিবেশীদের ডাকি।
হেমন্তের বাড়ির অন্য অংশে থাকা তাঁর এক ভাই শ্যামল সরকার বলেন, ‘আমাদের ওয়ার্ডের কাউন্সিলার তথা পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়ও উদ্বিগ্ন হয়ে ছুটে এসেছিলেন। উনিই পুলিশে খবর দেন। দরজা ভেঙে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়।’
দাদা কেন এমন ঘটনা ঘটাতে গেলেন, এ প্রশ্নের উত্তরে শ্যামল বলেন, ‘ভাইপো কর্মসূত্রে ভিনরাজ্যে থাকে। এদিকে দাদা-বৌদি দু’জনেই অসুস্থ। মাস দেড়েক আগে হাঁটুর অপারেশনের পর থেকে শুয়েই দিন কাটছিল বৌদির। বয়সজনিত নানা অসুখে ভুগছিলেন দাদাও। এর মধ্যেও দাদা স্থানীয় এলাকায় একটি বেসরকারি অফিসে কাজ চালিয়ে যাচ্ছিলেন। মনে হচ্ছে দু’জনের অসুস্থতা ও কিছুটা আর্থিক অনটনের জেরে হতাশ হয়ে বৌদিকে খুন করে আত্মঘাতী হয়েছেন দাদা।’