• Dubai Visa For Indians: মাত্র ৫ দিনে পেয়ে যান দুবাইয়ের ওয়ার্ক ভিসা, কী ভাবে? জানুন
    এই সময় | ০৭ মার্চ ২০২৪
  • দুবাই ভ্রমণে ভারতীয়দের আরও বেশি অকর্ষণীয় করে তুলতে সম্প্রতি বিশেষ ভিসা ব্যবস্থার কথা জানিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসন। এবার ওয়ার্ক পারমিট ও রেসিডেন্সি ভিসা আরও সহজ করার জন্য ব্যবস্থা নিল দেশটি। এজন্য ‘Work Bundle’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে আমিরশাহী প্রশাসন।

    এক্স বার্তায় কী বলেছেন আমিরশাহীর প্রধানমন্ত্রী

    ‘Work Bundle’ প্ল্যাটফর্মটি দুবাইয়ে কাজের সন্ধানে থাকা ব্যক্তিদের ভিসা সংক্রান্ত বিষয়টি শুধু সহজ করবে না, সেই সঙ্গে কাজ পেতে সাহায্য করবে। একথা এক এক্স বার্তায় জানিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ-আল মাকতুম। এরই পাশাপাশি রেসিডেন্সি ভিসা পেতেও ‘Work Bundle’ প্ল্যাটফর্মটি সহায়তা করবে বলে জানিয়েছেন তিনি।

    আমিরশাহীর প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগে দুবাইয়ে ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি ভিসা পেতে ৩০ দিন পর্যন্ত সময় লাগত। এজন্য জমা দিতে হত ১৬টি নথি। নতুন ‘Work Bundle’ প্ল্যাটফর্মটির মাধ্যমে মাত্র পাঁচ দিনে মিলবে ভিসা। আর এ জন্য জমা করতে হবে পাঁচটি নথি। বর্তমানে Work Bundle’ প্ল্যাটফর্মটি দুবাইয়ের জন্য চালুর সিদ্ধান্ত হয়েছে। আগামী দিনে আমিরশাহীর অন্যান্য স্থানের জন্যও চালুর আশ্বাস দেওয়া হয়েছে।

    দুবাইয়ে প্রচুর ভারতীয়র বসবাস

    প্রতি বছর ভারত থেকে প্রচুর মানুষ কাজের সন্ধানে দুবাইয়ে গিয়ে থাকেন। আমিরশাহী সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটি প্রচুর ভারতীয়র বসবাস। সরকারি রেকর্ড অনুসারে, ২০২১ সালে আমিরশাহীতে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা ছিল প্রায় ৩.৫ মিলিয়ন। এর মধ্যে ২০ শতাংশ ভারতীয়র বসবাস আবুধাবিতে। বাকিরা দুবাই সহ বেশ কয়েকটি স্থানের বাসিন্দা। সরকারি তথ্য অনুযায়ী আরও জানা যায় যে দেশটিতে বসবাসকারী ভারতীয়দের মধ্যে অধিকাংশ কর্মরত।

    ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসা

    গত ফেব্রুয়ারি মাসে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে বড় ঘোষণা করেছিল আমিরশাহী সরকার। ভারতীয় পর্যটকদের জন্য পাঁচ বছরের মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল তারা। ভারতীয় পর্যটকদের উৎসাহ দিতে ২ থেকে পাঁচদিনের মধ্যে শুধু ভিসা মিলবে না, সেই ৯০ দিন থাকার অনুমতি দেওয়ার কথা ঘোষণা করা হয়। বছরে সর্বোচ্চ ১৮০ দিন থাকতে পারবেন পর্যটকরা।

    জানা যায়, সম্প্রতি পর্যটনে বিশেষ জোর দিয়েছে আমিরশাহী প্রশাসন। ২০২৩ সালে দুবাইয়ে গিয়েছিলেন প্রায় ২৪.৬ লক্ষ পর্যটক। যা, ২০২২ সালের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। এরপরেই ভারতীয় পর্যটকদের দুবাইয়ে আসতে উৎসাহ দিতে মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • Link to this news (এই সময়)