ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে ভ্লাদিমি পুতিনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রুশ দাবাড়ু গ্যারি কাসপারভ। দাবায় প্রতিযোগীদের সহজে মাত করলেও, রাজনীতির আঙিনায় তাঁর উপর তৈরি হল প্রবল চাপ। রুশ প্রেসিডেন্টের সমালোচনার জন্য পেতে হল কড়া শাস্তি। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ুর গায়ে জঙ্গি-উগ্রপন্থী তকমা সাঁটিয়ে দিল ক্রেমলিন।গ্যারি কাসপারভকে জঙ্গি তকমা
ষাট বছর বয়সী গ্যারি কাসপারভ প্রথম থেকেই ছিলেন ঘোর পুতিন বিরোধী। রাশিয়ার গণতন্ত্র নেই বলে একাধিকবার অভিযোগ করে সরব হয়েছিলেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সময় কিয়েভের পাশে দাঁড়ানোর জন্য জানিয়েছিলেন আর্জি। পুতিন বিরোধী প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের এই মনোভাব মেনে পারেনি রাশিয়ার আর্থিক তছরুপ ও টেরর-ফিনান্সিং প্রতিরোধকারী সংস্থা ‘দ্য রোজ়ফিনমনিটরিং’। কাসপারভের গায়ে লাগিয়ে দিল জঙ্গি-উগ্রপন্থী স্টিকার।
কী হতে পারে কাসপারভের?
দাবায় প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে কেন জঙ্গি-উগ্রপন্থী তকমা দেওয়া হল, তা নিয়ে মুখ খোলেনি আর্থিক তছরুপ ও টেরর-ফিনান্সিং প্রতিরোধকারী সংস্থাটি। এই তালিকায় যাঁদের যুক্ত করা হয়, সিজ করে দেওয়া হয় তাঁদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট। শুধু তাই-ই নয়, তালিকায় থাকা ব্যক্তিদের রাশিয়ার শত্রু হিসেবে মনে করা হয়ে থাকে। এই সিদ্ধান্তের ফলে, শুধু আর্থিক দিক থেকে কাসপারভ সমস্যায় পড়বে না, সেই সঙ্গে তাঁর জীবন সংশয়ে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহলের একাংশ। ইচ্ছামতো অর্থ লেনদেন করতে পারবেন না তিনি। রাশিয়ার ঢুকলে করা হতে পারে গ্রেফতার। আমেরিকা থেকেও তাঁকে গ্রেফতারের পরিকল্পনা নিতে পারে রুশ প্রশাসন।
আগেই দেশ ছেড়েছেন কাসপারভ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনার পর থেকেই রাশিয়ায় নিরাপত্তা অভাব বোধ করছিলেন গ্যারি। এক দশক আগেই রাশিয়া ছেড়ে আমেরিকায় গিয়ে বসবাস করছেন কিংবদন্তী দাবাড়ু। এর আগে ২০২২ সালে রাশিয়ার একটি আদালত কাসপারভকে বিদেশি এজেন্টদের তালিকায় যুক্ত করেছিল। এবার দেওয়া হল জঙ্গি-উগ্রপন্থী তকমা।
জেলে পুতিন বিরোধী নাভালনির মৃত্যু
গত ফেব্রুয়ারি মাসে কারাগারে থাকাকালীন মৃত্যু হয় রাশিয়ার বিরোধী দলনেতা আলেক্সাই নাভালনির। চরম পুতিন বিরোধী নেতার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে সন্দেহ তৈরি হয়। পুতিনের দুর্নীতি নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন তিনি। সেই সঙ্গে ইউক্রেনে সামরিক অভিযান নিয়েও রুশ প্রেসিডেন্টের সিদ্ধান্তের নিন্দা করেছিলেন নাভালনি। বেশ কয়েকবার তাঁর উপর বিষপ্রয়োগের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। এরজন্য নিশানা করা হয়েছিল রুশ সরকারকে। যদিও সেই সময় প্রাণে বেঁচে গিয়েছিলেন রাশিয়ার বিরোধী দলনেতা।