• Supreme Court : কোর্টের অনুষ্ঠানে পুজো নয়, সংবিধানের প্রস্তাবনা রাখুন
    এই সময় | ০৭ মার্চ ২০২৪
  • এই সময়, নয়াদিল্লি: ভারতের সংবিধান গ্রহণের ৭৫ তম বার্ষিকীর প্রাক্কালে সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা আদালতের অনুষ্ঠানের সময় ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আইনের পেশায় যুক্ত যাঁরা তাঁদের বি আর আম্বেদকরের ভাবনাকে মেনে চলা উচিত। বিচার-বিভাগ সংক্রান্ত কোনও কর্মসূচিতে পুজো না করে মাথা ঠেকানো উচিত সংবিধান ও তার প্রস্তাবনায়।’গত ৩ মার্চ বিচারপতি ওকাকে পুণা জেলা আদালতের নতুন ভবন উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তখনই সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অভয় ওকা বক্তব্য রাখেন। তাঁর ভাষণে বিচারপতি ওকা সংবিধানের প্রতি শ্রদ্ধার সঙ্গে কাজ করার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, ‘কখনও কখনও জাজদের কিছু অপ্রীতিকর কথা বলতে হয়, সেটা শুনতে ভালো না লাগলেও বলছি। আমি মনে করি বিচার-বিভাগ সম্পর্কিত যে কোনও অনুষ্ঠানে পুজো, প্রদীপ জ্বালানো ইত্যাদি বাদ দেওয়া উচিৎ। পরিবর্তে আমাদের উচিৎ সংবিধানের প্রস্তাবনা রাখা এবং তার কাছে মাথা নত করা।’

    তাঁর ব্যাখ্যা, সংবিধানের প্রস্তাবনায় যেখানে দেশকে ‘ধর্মনিরপেক্ষ’ বলা হয়েছে ও এই দেশে যে কাউকে স্বাধীন ভাবে তাঁর ধর্মাচারণ করার অধিকার দিয়েছে সংবিধান, সেখানে কেন বিচার-বিভাগের কাজের শুরুতে ধর্মাচারণ থাকবে? তিনি বলেন, ‘সংবিধান গ্রহণের ৭৫ বছর পূর্তির সময়ে এই রীতি শুরু করা গেলে তা গোটা দেশে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আমি মনে করি যে কোনও ব্যক্তি যিনি আইনি পেশার সঙ্গে যুক্ত তাঁর সংবিধানের প্রস্তাবনায় মাথা ঠেকিয়ে দৈনন্দিন কাজ শুরু করা উচিত। কারণ, সংবিধানই আমাদের শক্তি। পথপ্রদর্শক।’

    নিজের উদাহরণ দিয়ে বিচারপতি ওকা বলেন, ‘কর্নাটকে আমি যে সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিলাম, তখন আমি এই ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেছিলাম। পুরোটা পারিনি, তবে উদ্যোগটা নিয়েছিলাম।’ বিচারপতি ওকাকে সমর্থন করে বিচারপতি গাভাইও বলেন, ‘তিনি একটি ভাল পরামর্শ দিয়েছেন। একটি নির্দিষ্ট ধর্মের পুজো করার পরিবর্তে আমাদের একটি কোদাল দিয়ে ভিত্তি চিহ্নিত করা উচিত। প্রদীপের পরিবর্তে গাছে জল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা উচিত।’
  • Link to this news (এই সময়)