• Arriving Kejriwal : আবগারি দুর্নীতি মামলায় ফের চাপে কেজরিওয়াল, ১৬ মার্চ ইডির মামলার শুনানি
    এই সময় | ০৭ মার্চ ২০২৪
  • আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের উপর চাপ সৃষ্টির কৌশল নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। একাধিবার সমন এড়িয়ে যাওয়ার জন্য ফের দিল্লির আদালতে নতুন করে মামলা দায়ের করেছিল কেন্দ্রীয় সংস্থা। দাখিল করা পিটিশনে হাজিরায় নির্দেশ দেওয়ার জন্য করা হয় আবেদন। ১৬ মার্চ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।নতুন করে কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা ইডির

    দিল্লির আবগারী দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত বছর নভেম্বর মাস থেকে শুরু করে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট আটবার অরবিন্দ কেজরিওয়ালকে সমন জারি করেছিল ইডি। কিন্তু প্রতিবারই সমন এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। পঞ্চমবার সমন এড়িয়ে যাওয়ার পর কেজরিওয়ালকে হাজিরায় নির্দেশ দেওয়ার আবেদন করে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে মামলা দায়ের করেছিল ইডি।

    আগামী ১৬ মার্চ সেই মামলার শুনানিতে সশরীরে হাজিরা দেওয়ার জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তার পরেও আরও তিনবার হাজিরার নির্দেশ দেওয়া হলেও, তা এড়িয়ে গিয়েছিলেন কেজরিওয়াল। হাজিরার নির্দেশ দেওয়ার জন্য ফের নতুন করে রাউস অ্যাভিনিউ কোর্টে মামলা দায়ের করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। আগামী ১৬ মার্চ মামলার শুনানির দিন ধার্য করেছেন অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিব্যা মালহোত্রা।

    হাজিরায় সম্মতি কেজরিওয়ালের

    টানা আটবার সমন জারির পর সম্প্রতি ইডিকে একটি মেইল করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ১২ মার্চ জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার কথা মেইলে জানিয়েছিলেন তিনি। তবে, মুখোমুখি নয়। ভার্চুয়ালি তিনি ইডির প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছিলেন। জানা গেছে, এতে ক্ষুব্ধ হয়েছিলেন ইডি আধিকারিকরা। এরপরেই মুখোমুখি জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়ার জন্য দিল্লির আদালতে দ্বারস্থ হয়েছিল ইডি।

    সমন নিয়ে কী বলছেন আপ সুপ্রিমো?

    ইডির সমন নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সমনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছিলেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীর পাশাপাশি সরব হয়েছিল দলও। মুখোমুখি হাজিরা নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকার সময় সমন জারি করা যায় না বলে জানিয়েছিল আপ।

    লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই আপের উপর চাপ বৃদ্ধির জন্য বিজেপির কৌশল বলে জানিয়েছিল তারা। তবে, তাতে প্রধানমন্ত্রী ও তাঁর দলের উদ্দেশ্যে পূরণ হবেনা বলে জানিয়েছিল আপ নেতৃত্ব। ১৬ মার্চ মামলার শুনানি। ওই দিন ইডির করা আগের একটি মামলায় আদালতে সশীরের হাজিরা দেওয়ার কথা কেজরিওয়ালের।
  • Link to this news (এই সময়)