• Lok Sabha Election 2024: কবে নির্বাচনের দিন ঘোষণা? ভোট ৭ দফায়? জানুন লোকসভার লেটেস্ট আপডেট
    এই সময় | ০৭ মার্চ ২০২৪
  • এই মুহূর্তে দেশের সবথেকে বড় থেকে ইস্যু লোকসভা নির্বাচন। এখনও নির্ঘণ্ট প্রকাশ হয়নি। তবে তার অনেক আগে থেকেই নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। কেন্দ্রের শাসক দল ইতিমধ্যে প্রথম দফার প্রার্থী তালিকাও প্রকাশ করে দিয়েছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, খুব শীঘ্রই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, মার্চের মাঝামাঝি লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন।সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যে লোকসভা নির্বাচনের সম্পূর্ণ সময় সূচি ও তারিখ ঘোষণা করবে। আশা করা হচ্ছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব শুরু হবে। এছাড়াও ১৪ মার্চ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে আদর্শ আচরণবিধির। প্রতিবার নির্বাচনের আগেই আচরণ বিধি জারি করে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রচারে রাজনৈতিক দলগুলি কী কী করতে পারবে না বা কোন কোন নিয়ম লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে তা উল্লেখ করা হয়ে থাকে আচরণবিধিতে।

    বর্তমানে নির্বাচন কমিশনের কর্মকর্তা বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করছেন। মনে করা হচ্ছে তাঁদের এই পর্যালোচনা পর্ব মিটবে ১৩ মার্চের মধ্যে। তারপরই নির্বাচনের তারিখ ঘোষণার সম্ভাবনা। আশা করা হচ্ছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মতো এবারও সাত দফায় ভোট গ্রহণ পর্ব চলবে। লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা, সিকিম, হরিয়ানা, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন রাজনৈতিক দল, প্রার্থী এবং তারকা প্রচারকদের জন্য একটি উপদেষ্টা প্রকাশ করে মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে সতর্ক করেছে।

    উপদেষ্টা অনুযায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মডেল আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে নেওয়া হতে পারে কঠোর ব্যবস্থা। কমিশনের তরফে জারি করা উপদেষ্টাতে সমস্ত রাজনৈতিক দল, তাঁদের নেতা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আদর্শ আচরণবিধি ও আইনি কাঠামোর সীমাবদ্ধতার মধ্যে থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, জোর দিয়ে বলা হয়েছে যে কোনও ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে বা, নির্বাচনী প্রচারের ক্ষেত্রে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।একইসঙ্গে, জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনী প্রচারণার সময় বা কোনও কিছু উদ্বোধনের সময় ইস্যুভিত্তিক বিতর্কে সংযম বজায় রাখতে দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে। রাজনৈতিক দলগুলিকে জাত, ধর্ম এবং ভাষার ভিত্তিতে ভোট চাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার বা অন্য কোনও উপাসনালয়ের ভিত্তিতে নির্বাচনী প্রচার করা যাবে না। পাশাপাশি, এই ধরনের নিয়ম লঙ্ঘনের জন্য অতীতে যাদের নোটিশ দেওয়া হয়েছে, তাঁরা যদি একই কাজের পুনরাবৃত্তি করেন তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জাতীয় নির্বাচন কমিশন হুঁশিয়ারি দিয়েছে।
  • Link to this news (এই সময়)