• West Bengal Weather Update : ওডিশায় তৈরি ঘূর্ণাবর্ত, আপাতত স্বস্তি বাংলায়
    এই সময় | ০৮ মার্চ ২০২৪
  • এই সময়: ২০২৪-এর গরম নাকি ভুলিয়ে দেবে অতীতের বহু গরমের স্মৃতি। বিশ্ব উষ্ণায়নের প্রভাব তো রয়েছেই, সঙ্গে রয়েছে প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের চড়া তাপমাত্রা বা এল-নিনো। এই দুইয়ের প্রভাবে সামনের কয়েকটা মাস আদৌ সুখকর হবে না ভারতের জন্য—এমনই সতর্কবার্তা আবহবিদদের।তবে আপাতত মেঘের চাদরে ঢাকা পড়ে দক্ষিণবঙ্গ তেমন ভাবে গরমে জেরবার হতে শুরু করেনি। বৃহস্পতিবার সকালে মৌসম ভবন জানিয়েছে, ওডিশার দক্ষিণ দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের স্তর। বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টিও হয়েছে।

    মৌসম ভবনের পূর্বাভাস, এই দুই জেলা ছাড়াও ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কালিম্পং ও দার্জিলিংয়ের বেশি উচ্চতার জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যদিও আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত হবে না।

    আলিপুর হাওয়া অফিসের রেকর্ড বলছে, মার্চ পড়ার পর থেকে একদিনের জন্যেও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছয়নি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে প্রায় ছ’ডিগ্রি কম। রাতের তাপমাত্রাও ২০-২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে।

    অর্থাৎ, মার্চের শুরুতে অন্য বছর যে ধরনের গরমে অভ্যস্ত শহর, এখনও পর্যন্ত সেই গরমের লেশমাত্র অনুভূত হয়নি। কত দিন এ অবস্থা থাকে, এখন সেটাই দেখার।
  • Link to this news (এই সময়)