এই সময়: সিরিয়ার মরুভূমি এলাকায় ট্রাফেল ফাঙ্গাস বা ছত্রাকের সন্ধান করতে গিয়ে খুন হলেন কমপক্ষে ১৮ জন। সন্দেহের তির আইএস জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে। ৫০ জনেরও বেশি ট্রাফেল হান্টার নিখোঁজ বলে সূত্রের খবর। বেসরকারি মতে, নিহতের সংখ্যা আদতে ৪৭!দের অল-জৌর প্রদেশে ট্রাফেল হান্টাররা গুলিবৃষ্টির মুখে পড়ে বলে খবর। গত বছরও সিরিয়ার ট্রাফেল হান্টারদের উপর একাধিক বার গুলিহামলা চলেছে। এর পিছনে আইএস জঙ্গিগোষ্ঠী আছে বলে মনে করা হলেও ওরা কখনও হামলার দায়স্বীকার করেনি।
ডেজার্ট ট্রাফেল আসলে মরুভূমিতে জন্মানো এক ধরনের ছত্রাক, যার পুষ্টিগুণ যথেষ্ট। ফলে বেশ চড়া দামেই বিকোয় এই ছত্রাক। যুদ্ধদীর্ণ সিরিয়ায় ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করেন। সেখানে দিনমজুরের কাজ করলেও মাসে মেলে মাত্র ১৪ ডলার।
সেখানে ট্রাফেলের এক কেজি বিকোয় ৩৫ ডলারে। ফলে, সিরিয়ার অনেক মানুষ ট্রাফেল সংগ্রহের আশায় মরুভূমিতে পাড়ি জমান। ট্রাফেল হান্টিং এলাকার নজরদারির দায়িত্বে থাকেন এনডিএফ যোদ্ধারা। তাদের সঙ্গে আইএসের শত্রুতার কারণেই এই গুলিবৃষ্টি বলে মনে করা হচ্ছে।