সোনার খাঁচার থেকে মুক্ত আকাশ অনেক দামি, লিঙ্গ ফাঁদের মরীচিকা ধ্বংস হোক
এই সময় | ০৮ মার্চ ২০২৪
নারী, লিঙ্গ সম্পর্কিত এই ফাঁদগুলিতে পা নয়
লক্ষ্মণ রেখার বাইরে বেরিয়ে আসুন, মানসিকতায় লাগুক হাওয়া বাতাস
'জেন্ডার ট্র্যাপ' বা লিঙ্গ ফাঁদের মধ্যে সবথেকে অন্যতম কি নারী দিবস পালন?
বিবাহিত মহিলাকে 'দ্য লর্ড' এবং মাস্টার (কর্তা) হিসেবে উপস্থাপিত করা মানে ব্যবসা, সম্পদের উপর মালিকানা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকাকে অস্বীকার করা। বাড়ির পুরোটা স্ত্রীই সামলায়, পুরুষদের মুখে এমন কথা আকছার শোনা যায়। একটু গভীরে উঁকি মারলেই দেখা যাবে, এই মানসিকতা আদতে নারীকে রান্নাঘরে বেঁধে রাখারই সুক্ষ্ম প্রতিরূপ। মেয়েরা এগুলো বুঝেও বুঝে উঠতে কি পারি?বেশিরভাগ বিয়ে (অ্যারেঞ্জড ম্যারেজ বা সম্বন্ধ করে বিয়ে)-র ক্ষেত্রে 'নেপোলিয়ান কৌশল' নেওয়া হয়ে থাকে, যেখানে একজন বেঁটে পুরুষকে তুলনামূলকভাবে লম্বা দেখানোর জন্য খাটো পুরুষদের খোঁজ করা হয়। সাধারণত, ছেলের বউ নির্বাচনের ক্ষেত্রে সযত্নে কয়েকটি জিনিস 'ব্রাইডাল ক্যাটালগ' থেকে নির্বাচিত করা হয়, যেখানে মহিলারা অপেক্ষাকৃত কম শিক্ষিত, অপেক্ষাকৃত কম বিত্তশালী পরিবার থেকে আসেন (পুরুষতান্ত্রিক সমাজে ঘর জামাই নিয়ে বিশেষ ভয় রয়েছে), কম গুরুত্ব যাঁকে দেওয়া যায়, যিনি অপেক্ষাকৃত কম লম্বা হবেন।
সঙ্গ এবং সঙ্গী থাকুক, মন হোক মুক্ত (ছবি সৌজন্যে আনসপ্ল্যাস)
তার বদলে 'গৃহকর্মে নিপুন' হবেন এবং একজন 'ভালো মা' হবেন, একজন 'যত্নশীল বউমা হবেন', একজন 'ভালো স্ত্রী হবেন' এই সমস্ত বিষয়গুলি কোথাও গিয়ে মাপকাঠি হয়ে দাঁড়ায়। ‘সাস ভি কভি বহু থি’-কে ছাপিয়ে গিয়ে মহিলারা নিজেদের দাঁড়িপাল্লায় মাপঝোক করেন।
এই জেন্ডার ট্র্যাপ বা লিঙ্গ ভিত্তিক ফাঁদের ক্ষেত্রে বাদ যাওয়ার তালিকাটা সংযুক্তিকরণের থেকে অনেকটা বেশি। যেমন গয়নার উপর অধিকার বা 'অলংকার অধিগ্রহণ' একটি 'অ্যালফা ফিমেল অ্যাকটিভিটি' হিসেবে দেখা হয়। এক্ষেত্রে তা মূলত দুটি কাজ করে থাকে। প্রথমত, পুরুষের সম্পদের ভগ্নাংশ পূর্ণ করা, দ্বিতীয়ত, ওই সম্পদ সমস্ত অর্থে আলঙ্কারিক করে তোলা।
পাশে দাঁড়িয়ে, হাতে হাত রেখে চলুক গণ্ডি ভাণ্ডা (ছবি সৌজন্যে আনসপ্ল্যাস)
লিঙ্গ সর্বস্ব কুঠুরি থেকে বেরিয়ে এসে মহিলাদের নিজেদের বৃত্ততে নিজেকে আবদ্ধ না রেখে পুরুষদের সঙ্গে সমস্ত বিষয়ে নিষ্ঠার সঙ্গে অংশ নেওয়া উচিত। তাতে যদি তাঁকে বলা হয় তিনি ‘দায়িত্ববান স্ত্রী নন’, ‘অযত্নশীল মা’ অথবা ‘খারাপ বউমা’, তবু তাঁর স্বতঃস্ফূর্ত ভাবে অগ্রসর হওয়া জরুরি।