• Weather Update : ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, গরমে স্বস্তির প্রলেপ!
    এই সময় | ০৮ মার্চ ২০২৪
  • ফের একবার বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমেছে। ওডিশা এবং অসমের উপর অবস্থান করছে তিনটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে, ১০ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।উপকূল এবং ওডিশা সংলগ্ন জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ থাকতে পারে। কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইতে পারে। শীতল হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নামবে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শুরুতেই বেশ কিছুটা বেড়ে যেতে পারে তাপমাত্রার পারদ।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    রবিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ। সকালের দিকে মনোরম পরিবেশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। দিনভর মেঘলা থাকবে আকাশ। আগামী দু'দিন তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও বদল নেই।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। আজ ও কাল দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হবে না। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।

    তাপমাত্রার সেভাবে উল্লেখযোগ্য কোনও বদল নেই। আগামী তিন দিন তাপমাত্রা খুব সামান্য কমতে পারে। শনিবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। রবিবার থেকে ক্রমশ চড়বে পারদ।

    দোলে কি সামান্য় ঠান্ডা থাকবে? তা নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু, আপাতত সেই রকম কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার পারদ ক্রমশ বেড়েই চলেছে। দোলের সময় ভ্যাপসা গরম থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর অপেক্ষাকৃত বেশি গরম পড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এপ্রিল- মে মাসে তাপমাত্রা বাড়তে পারে।
  • Link to this news (এই সময়)