রমজানের চাঁদ দেখার সময় নিয়ে নয়া আপডেট! ভারতে কবে থেকে শুরু রোজা?
এই সময় | ০৮ মার্চ ২০২৪
ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র মাস হল রমজান। বিশ্বজুড়ে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমের কাছে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৯-৩০ দিন ধরে চলা এই রমজান মাসে রোজা রাখেন মুসলিমরা। আল্লাহার কাছে প্রার্থনা করেন, পরিবার-পরিজনের সঙ্গে একজোট হয়ে থাকেন। কথিত আছে এই রমজানের সময়ই ইসলামের ধর্মীয় গ্রন্থ কোরান শরিফের জ্ঞান লাভ করেন হজরত মহম্মদ।যদিও রমজানের সময় নির্ভর করে চাঁদ দেখার উপর। চাঁদ দেখার পরদিন থেকেই শুরু হয় রমজান মাস। আর ওইদিন থেকেই রোজার উপবাস রাখা শুরু করবেন আরব দেশের মুসলিমরা। গোটা রমজান মাস জুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন তাঁরা। সূর্যোদয়ের আগে কিছু খেয়ে নিয়ে শুরু হয় তাঁদের রোজা। এই খাওয়াকে বলে সেহরি। এই সেহরি শেষ করে ফেলতে হয় ফজর বা প্রাতঃকালের নামাজের আগেই। এরপর সারাদিন নির্জলা উপবাস। থুতু পর্যন্ত গেলার নিয়ম নেই। এরপর সন্ধ্যায় মগরিবের নমাজ হয়। আজান শুনে উপবাসভঙ্গ করেন মুসলিমরা। যে খাবার খেয়ে এই উপবাস তথা রোজা ভঙ্গ করা হয় সেটাকেই বলে ইফতার। ইফতার শেষে মগরিবের নমাজ পাঠ হয়।
ভারতে রমজানের চাঁদ দেখা যাবে কবে?ভারতে রমজান মাস শুরু হতে পারে ১১ অথবা ১২ মার্চ। সৌদি আরবের মক্কায় কবে চাঁদ দেখা যায়, তার উপর নির্ভর করে ভারতে রমজান শুরুর সময় ঘোষণা করা হবে। পবিত্র এই রমজানের চাঁদ প্রথম দেখা হয় সৌদি আরব থেকে। তার একদিন পর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি যেমন ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে চাঁদ দেখা যায়।
গোটা বিশ্বে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করা হলেও মুসলিম ধর্মাবলম্বীরা চন্দ্র অথবা হিজরি ক্যালেন্ডার মেনে চলেন। যেখানে এক বছর হয় ৩৫৪ দিনে। পৃথিবীর চারিপাশে চাঁদের ঘোরার উপর নির্ভর করে ক্যালেন্ডারের দিনক্ষণ নির্ণয় করা হয়। প্রতি বছর এই হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১১তম মাসে রমজান পালিত হয়। ২০২৩ সালে পবিত্র রমজানের চাঁদ ভারত থেকে দেখা গিয়েছিল ২৪ মার্চ।
২০২৪ সালে বিশ্বের কোন কোন দেশে কবে রমজান?সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, কুয়েত, লেবানন, ওমান, পাকিস্কান, সৌদি আরব, UK, মার্কিন যুক্তরাষ্ট্র, তুর্কি, মলদ্বীপে রমজান শুরু হতে পারে ১১ মার্চ থেকে। ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইজিপ্টে রমজান শুরু হতে পারে ১২ মার্চ।