আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রথম ধাপের প্রার্থীতালিকা নির্ধারণ করতে বৃহস্পতিবার বৈঠকে বসেছিল কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটি। যদিও এখনও পর্যন্ত কোনও তালিকা প্রকাশ্যে আসেনি। গান্ধী ভাইবোন কোন আসন থেকে লড়বেন, তা নিয়ে এখনও জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, শুক্রবারই জল্পনার অবসান ঘটাতে চলেছে হাত শিবিক।দিল্লিতে দলীয় সদর দফতরে সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। এই মুহূর্তে জয়পুরে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রয়েছে রাহুল গান্ধী। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পরিবর্তন হয় তাঁর কর্মসূচির।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, কেরালায় দলের স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে ওয়েনাড আসনের জন্যই রাহুল গান্ধীর নাম প্রস্তাব করা হয়েছে। অনুমান করা হচ্ছে, সব ঠিকঠাক থাকলে ফের একবার বর্তমান জয়ী আসন থেকেই লড়বেন তিনি। তবে এটি স্পষ্ট নয়, তিনি ফের একবার আমেঠি থেকে দাঁড়াবেন কি না। এদিকে, আমেঠির জেলা নেতৃত্বের দাবি, এই আসনে ফের দেখা যাবে রাহুল-স্মৃতির লড়াই। পাশাপাশি, অনিশ্চয়তা তৈরি হয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভঢরার লোকসভায় লড়াই নিয়েও। তবে কংগ্রেসের অন্দরের একটি অংশ ভীষণভাবে চাইছে সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বরেলি থেকেই লোকসভায় পা রাখুক প্রিয়াঙ্কা।
কংগ্রেসের প্রথম প্রার্থীতালিকায় কোন কোন হেভিওয়েটের থাকার সম্ভাবনা?সূত্রের খবর, নিজের তিরুঅনন্তপুরম আসন থেকেই ফের লোকসভায় দাঁড়াতে পারেন শশী থারুর।ছত্তিশগড়ের রাজনন্দগাঁও থেকে কংগ্রেস দাঁড় করাতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে। তমরাধ্বজ সাহুকে দাঁড় করানো হতে পারে দুর্গ থেকে।কোরবা থেকে জোৎস্না মোহন্ত।জঞ্জগির-চম্পা থেকে শিব দেহরিয়াকে টিকিট দেওয়া হতে পারে।কর্নাটকের শক্ত ঘাঁটি গুলবর্গা থেকে মল্লিকার্জুন খাড়গের জামাই রাধাকৃষ্ণ দোদ্দামানিকে টিকিট দিতে পারে হাত শিবির। এমনটাই খবর সূত্র মারফত।দিল্লির চাঁদনি চক আসনের দাবিদার জে পি আগরওয়াল, সন্দীপ দীক্ষিত এবং অলকা লাম্বা।উত্তর পূর্ব দিল্লি আসনের জন্য জল্পনায় রয়েছে অরবিন্দক সিং লাভলি এবং অনীস চৌধুরীর নাম।উত্তর পশ্চিম দিল্লিতে টিকিট পেতে পারেন রাজকুমার চৌহান কিংবা উদিত রাজ।গত শনিবার প্রথম ধাপের প্রার্থীতালিকা প্রকাশ করেছে BJP। প্রথম লিস্টে ১৯৫ জন প্রার্থীর নাম রয়েছে। একাধিক নতুন মুখ এসেছে তালিকায় আবার বাদ পড়েছেন অনেক হেভিওয়েটও। এখন দেখার কংগ্রেসের তালিকায় কী চমক থাকে।