দার্জিলিঙে রাজু বিস্তা না শ্রীংলা, শিলিগুড়িতে মোদীর সভাতেই মিলবে ইঙ্গিত?
এই সময় | ০৮ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনের আগে ফের রাজ্যে প্রচারে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার শিলিগুড়িতে সভা রয়েছে তাঁর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সভা করার পর এবার তাঁর টার্গেট উত্তরবঙ্গ। বিজেপির তথাকথিত শক্ত ঘাঁটিতে আজ প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তার দিকে তাকিয়ে বিজেপি কর্মী-সমর্থকরা।শনিবার শিলিগুড়িতে জনসভায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে শুক্রবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজু বিস্তা নাকি হর্ষবর্ধন শ্রীংলা প্রার্থী হচ্ছেন সে বিষয়ে আজ জল্পনার অবসান হতে পারে বলে বিজেপি সূত্রের খবর।
এর আগে রাজ্যে কুড়িটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। যদিও সেই তালিকায় দার্জিলিং লোকসভা কেন্দ্র ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম নেই। স্বাভাবিকভাবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থী কে হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে দলের অন্দরে আলোচনা চলছে। একদিকে যেমন রাজু বিস্তা টিকিট পাওয়ার জন্য আশাবাদী।
অন্যদিকে, কিছুদিন আগে দেশের প্রাক্তন বিদেশ সচিবকে পাহাড়ের বিভিন্ন প্রান্তে ঘুরতে দেখা দিয়েছে। তবে প্রার্থী নিয়ে দুই তরফের কেউ বক্তব্য রাখছেন না। হর্ষবর্ধন শিংলার সাথে থাকা বিজেপির একাংশ নেতৃত্বে এবার দার্জিলিঙে প্রার্থী বদল হবে বলেই জানাচ্ছেন। এর আগেও লোকসভা ভোটের আগে এই কেন্দ্রে নতুন নতুন প্রার্থী আনতে দেখা গিয়েছিল বিজেপি নেতৃত্বকে।
যদিও গতবার রেকর্ড ভোটে দার্জিলিং থেকে জয়লাভ করেন রাজু বিস্তা। প্রায় চার লাখেরও বেশি ভোটে তিনি জিতেছিলেন। যে কারণে বিজেপির আরেক গোষ্ঠী চাইছে, তাঁকেই প্রার্থী করা হোক। এদিকে জেলায় দলের মধ্যে দুটি গোষ্ঠী হয়েছে। যে দুই গোষ্ঠীর মধ্যে মত বিরোধ মিটিয়ে ভোটের আগে প্রচারে নামানোর জন্য রাজ্য নেতৃত্ব চেষ্টা চালাচ্ছেন।
এদিকে শনিবার সভা, প্রার্থী তালিকা তার আগে ঘোষণা হয়ে যাক তা চাইছেন বিজেপি নেতৃত্বরা। শুক্রবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলেই খবর। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুন মণ্ডল জানান, প্রার্থী কে হবে তা রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বে ঠিক করবে। তবে আমরা দলের জন্য যে প্রার্থী হোক তাঁর জন্য প্রচারে নামবো। এদিকে গত কয়েকদিন ধরে শিলিগুড়িতে রয়েছেন বর্তমান সাংসদ রাজু বিস্তা। প্রধানমন্ত্রী সভার আয়োজনের জন্য তাঁকেও মাঠে দেখা যাচ্ছে।