• আমেরিকায় ভারতীয় ছাত্রের মৃত্যু, পুলিস হেফাজতে রুমমেট
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২২
  • ওয়াশিংটন: বিশ্ববিদ্যালয়ের হস্টেলের নিজের ঘরের ভিতর থেকেই মিলল ভারতীয় ছাত্রের মৃতদেহ। এই ঘটনার তদন্তে ওই ছাত্রের রুমমেটকে পুলিস হেফাজতে নিয়েছে বলে জানা গিয়েছে। আমেরিকার ইন্ডিয়ানাপোলিসে পারডিউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বরুণ মণীশ ছেদার (২০) দেহ উদ্ধার হয়। এই ঘটনায় মৃতের রুমমেটকে গ্রেপ্তার করে পুলিস। স্থানীয় পুলিস প্রধান লেসলি ওয়েইট জানান, রাত ১২টা ৪৫ নাগাদ জি মিন শা নামে এক ছাত্র ফোন করে বরুণের মৃত্যুর কথা জানান। ম্যাকাচিয়ন হলের দোতলায় ওই ঘটনা ঘটে। কোরিয়ার নাগরিক জি মিনই ছিলেন বরুণের রুমমেট। তবে, জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে পুলিস কী কী জানতে পেরেছে, তা অবশ্য এখনও জানায়নি। এদিকে, বরুণের ময়নাতদন্তের রিপোর্ট বলছে, বার বার আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের ছোটবেলার বন্ধু অরুণাভ সিনহা জানান, মঙ্গলবার রাত পর্যন্ত বরুণ অনলাইন গেম খেলতে ব্যস্ত ছিলেন। এমনকী, ওইদিন রাতেও তাঁর সঙ্গে বরুণের কথা হয়। তবে বুধবার সকালে উঠে বন্ধুর মৃত্যুর খবর পান অরুণাভ।

    এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিচ ড্যানিয়েলস বলেন, ‘ক্যাম্পাসের ভিতরেই এ ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বরুণের মৃত্যুতে আমরা সকলে শোকাহত।’
  • Link to this news (বর্তমান)